মাঝে মাঝে...জীবনটাকে অন্যভাবে দেখতে চাই...
দুই ভদ্রলোক, একজন বাংলাদেশী এবং আরেকজন আমেরিকান... একটা রেস্টুরেন্টে বসে চা এর পর চা খাচ্ছিল।
বাংলাদেশী আমেরিকানকে বলল, "তুমি জান, আমার মা-বাবা আমাকে ফোর্স করতেছে একটা গ্রাম্য তথাথিত ঘরোয়া মেয়েকে বিয়ে করার জন্য... যাকে আমি কখনও দেখিও নাই। আমরা এটাকে অ্যারেন্জড ম্যারেজ বলি। আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই না যাকে আমি ভালোবাসি না... এ কথা আমি তাদের খোলাখুলিভাবেই বলেছি। আর এখন নরকের সব ফেমিলি প্রবমেল আমার উপর।
"
আমেরিকান বলল, "তুমি লাভ মেরিজের কথা বলতেছ! তাহলে শুন..."।
"আমি এক বিধবাকে বিয়ে করেছি, যাকে আমি গভীরভাবে ভালবাসি এবং বিয়ের আগে ৩বছর তার সাথে প্রেমও করেছি। বিয়ের ২বছর পরে আমার বাবা, আমার সৎ মেয়ের প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করে! সুতরাং এখন আমার বাবা আমার মেয়ে জামাই, আর আমি তার শ্বশুর!"
"লিগ্যালি, এখন আমার সৎ মেয়ে আমার মা, আর আমার বউ আমার নানি! আরও বেশি সমস্যা হল, যখন আমাদের একটা ছেলে হল। আমার ছেলে আমার মায়ের ভাই, সুতরাং আমার মামা! পরিস্থিতি আরও খারাপ হল যখন আমার বাবার একটা ছেলে হল! এখন আমার বাবার ছেলে আমার ভাই আবার আমার নাতিও। আসলে শেষ পর্যন্ত আমি হলাম আমার নিজের নানা আর আমিই আমার নাতি।
আর তুমি বলতেছ তোমার ফেমিলি প্রবলেম আছে। " ...
একথা শুনে বাংলাদেশী বিবর্ণ হয়ে গেল...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।