আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পমনা শিল্পী.

সালমা আখতার যিনি ক্লোজ আপ ওয়ান দ্বিতীয় রাউন্ড এর বিজয়ী। সালমা আখতার এর জন্ম ১লা জানুয়ারী ১৯৯১ সালে। তাঁর বর্তমান বয়স ২২ বছর। সালমা এর বাড়ি কুষ্টিয়া জেলাতে। কুষ্টিয়া যেহেতু লালন ফকির এর দেশ সেই সুবাদে ছোট বেলা থেকেই সালমা এর লালন গান এর প্রতি ভালবাসা সৃষ্টি হয়।

যদিও তিনি কথাও গান শিখেননি অর্থের অভাবের কারনে তবুও নিজের চেষ্টায় এবং অন্তরে লালন গানের প্রতি ভালবাসা থেকেই হয়ত তিনি শিখেছিলেন লালন গান। লালন গান ছাড়াও তিনি আরেক ধরনের গান গান সেটি হল পল্লি গীতি। তো কুষ্টিয়া এর এক গ্রামের গরিব পরিবারের মেয়ে এই সালমা ক্লোজ আপ ওয়ান এ রেজিস্ট্রেশন করেন ২০০৬ সালে দ্বিতীয় রাউন্ড এ। তারপর অনেক অনেক প্রতিযোগী কে পিছনে ফেলে উঠেন ফাইনাল রাউন্ড এ। ফাইনাল এ তাঁর প্রতিযোগী হয় রাজশাহী এর মুহিত এবং চট্রগ্রাম এর নিশিতা।

ফাইনাল এ ফলাফল ঘোষণায় বিচারকদের রায় এ যদিও সালমা পিছিয়ে পরেন তবুও জনগণের ভোটের মাধ্যমে বিপুল সংখ্যক ভোট পেয়ে তিনি হয়ে যান ক্লোজ আপ ওয়ান দ্বিতীয় রাউন্ড এর বিজয়ী। সালমা এর গান শুনে ক্লোজ আপ ওয়ান বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেছিলেন, সালমা একজন নাচেরাল গায়িকা, তাঁর কণ্ঠে বাংলাদেশ এর গন্ধ পাওয়া যায়, আমি অবাক হব না যদি তিনি ক্লোজ আপ ওয়ান এর আসর টা জিতে। সালমা বিয়ে করেছেন শিবলি সাদিক কে ২০০৬ সালে। ২০১২ সালের ১লা জানুয়ারী তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.