প্রথমে বলে রাখি ড ইউনুস অর্থনীতিবিদ ব্যবসায়ী । তাঁর নিজস্ব আবিস্কারের কোন তত্ত্ব নেই ।
একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আশির দশকে ব্যবসায় নামলে যে সাফল্য পাবার কথা তিনি তার চেয়ে একটু বেশি পেয়েছেন । বেশি পাবার কারণ হচ্ছে পুঁজিবাদের প্রনোদনা । তিনি পুঁজিকে গরিব মানুষের ঘরে ঘরে নিয়ে গেছেন ।
তিন বেলা উপোস গরিব মানুষটি তার পুজির সুবাদে দুবেলা খেতে পাচ্ছে । ফলে সে আর গরিবের সম্পদ লুণ্ঠনকারী রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেয়ার চেতনা হারিয়েছে । তাতে তৃতীয় বিশ্বে ষাট দশকে পৃন্জিভূত হওয়া সমাজতান্ত্রিক বিপ্লবের সম্ভাবনাবে নসাত করে দেয়া হয়েছে । তাই ইউনুসকে নিয়ে ক্লিনটন বক্তৃতা দেন, হিলারী আহ্লাদ করেন ।
তিনি হচ্ছেন সাম্রাজ্রবাদের,বহুজাতিক ব্যবসায়ীদের বাংলাদেশী পার্টনার ।
তিনি সর্বগ্রাসী টেলিনরকে বাংলাদেশে আনেন ।
মূলত তাঁর নোবেল প্রাইজ একটি সাম্রাজ্যবাদী প্রযোজনার ফল ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।