অনেক দিন পর ব্লগে আসলাম। যে অবস্থা দেখছি, তাতে তাড়াতাড়ি প্রস্থান করতে চাই। মনে হচ্ছে এটা সামহোয়ার ইন ব্লগ এ আসি নাই, সামহোয়ার ইন বস্তি তে চলে এসেছি ...
যে ভাষার ব্যাবহার, বিশেষতঃ ইসলাম ধর্মকে অপ্রাসঙ্গিকভাবে অশালীন ভাষায় যেভাবে কটাক্ষ করা হচ্ছে এটা আগে আরিফের মত একজন-দুইজন করতো। কিন্তু এখন এটাকে অনেক নিক ব্রত হিসাবে নিয়েছে।
এইসব ব্লগারদের কখনো কখনো মানসিক রোগী হিসাবে সমবেদনা জানানো হচ্ছে। কথা হলো একজন মানসিক রোগীর চিকিৎসা চলতে পারে, ব্লগিং নয়...
প্রয়োজনে হাত বাড়িয়ে দিন এ সাহায্য চেয়ে তাকে মানসিক হাসপাতালে অথবা DeTox Centre এ নিয়ে মাদকাসক্তি থেকে মুক্তির চেষ্টা চালান যেতে পারে।
কদিন আগেই সামহোয়ার ইন এর একটা achievement আমাদের আনন্দিত করেছে, করেছে গর্বিত। কিন্তু এই সাফল্যের এরকম অবমূল্যায়ন হবে এটা কারু কাম্য নয়।
...attention Aril & Jana
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।