থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
১।
জনৈক বৃক্ষ বিশেষজ্ঞ এক কৃষককে বললেন : যে গাছটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, সেটার গোড়া গত আশ্বিন মাসে সাফ সুতরা করেছিলেন?
কৃষক : আজ্ঞে না।
বিশেষজ্ঞ : গাছটার ওপর ওষুধও স্প্রে করেন নাই?
কৃষক : আজ্ঞে না।
বিশেষজ্ঞ : ছিঃ ছিঃ এভাবে কেউ গাছের যত্ন নেয়! আমি খুবই অবাক হব যদি এই গাছ থেকে এ বছর এক কেজির বেশি আম পান।
কৃষক : এক কেজি কেন, একটা আম পেলেও আমি অবাক হব।
বিশেষজ্ঞ : কেন?
কৃষক : কারণ এটা আম গাছ না। নারকেল গাছ।
২।
এক লোক রাস্তার লাল লাইটের সঙ্কেত অমান্য করে গাড়ি চালিয়ে যেতেই পুলিশ তাকে আটকাল।
পুলিশ : আপনি লাল লাইটের সিগন্যাল দেখেননি?
লোক : লাল লাইট দেখেছি স্যার। কিন্তু আপনাকে দেখিনি।
৩।
এক মোটরসাইকেলে পাঁচজন খুব চাপাচাপি করে যাচ্ছিল। তাই দেখে পুলিশ মোটরসাইকেল থামানোর নির্দেশ দিল।
মোটরসাইকেল থামিয়ে ড্রাইভার পুলিশকে বললে, ‘সরি স্যার। এমনিতেই এইটুকু জায়গায় পাঁচজন বসেছি। আরেকজন ওঠার জায়গা নেই। ’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।