ধরলে দু হাত তুমি
বললে,কত্তো ভালবাসি
দেখালে ছোটো ছোটো মধুর স্বপ্ন
পথ চললে এক সঙ্গে হাঁটি।
এক যুগ গেছে পেরিয়ে
স্বপ্নটা ভেঙ্গে গেছে
পাশে নেই তুমি।
আমার দরজায় ক্ষুধার্ত শিশুদের হাহাকার।
কে দায়ী?
আমি?
তুমি?
ভালবাসা?
এভাবেই প্রশ্নের মুখে
প্রথম চার চরণের স্বার্থকতা।
চোখ দুটো জলে ভেজা, শরীরটা ঘামে,
প্রানান্ত পরিশ্রমে বোনা ফসল।
ভালবাসা হাহাকার, চিৎকার করে ফেরে
স্বপ্নগুলো ব্যর্থ, টিকে থাকাটাই আসল!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।