আমার মনে হয় তাই । আজকে ফেসবুকের 'বেহেশতি সেমাই' আর 'আগে কি সুন্দর' এই স্ট্যাটাস ২ টো আর আমার কিছু স্মৃতি মনে করে সেটাই পেলাম ।
আমার কাছে পুজা, বুদ্ধ পুর্নিমা আর বড় দিনের দাওয়াত পেলে ঈদের দাওয়াতের চেয়ে বেশি খুশি লাগে, বেশি গুরুত্ববাহি মনে হয় । আর অন্যদের বলতেও খুব ভালো লাগে যে, অমুক আমাকে পুজা, বুদ্ধ পুর্নিমা অথবা বড় দিনের দাওয়াত দিয়েছে ।
আর জ্ঞান-বুদ্ধি হবার পরে এযাবত যতবার পুজা, বুদ্ধ পুর্নিমা আর বড় দিনের দাওয়াত পেয়েছি, আমার প্রায় সব গুলোর কথাই মনে আছে ।
কিন্তু কই ঈদের দাওয়াতগুলোর কথা তো সে ভাবে মনে পড়ে না ।
একই কথা নিশ্চই হিন্দু, বৌদ্ধ আর খৃস্টানদের ক্ষেত্রেও খাটে । তারাও ঈদের দাওয়াত পেলে নিশ্চই খুব খুশি হয় । আর সেই খুশিতেই তো দাওয়াতের তাতপর্য ।
আজ ঠিক করলাম, ভিনধর্মি স্বজনদের বেশি করে ঈদের দাওয়াত করবো ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।