কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ ঈদ জামাত। এবার ১৮৬ তম জামাতে তিন লক্ষাধিক মুসাল্ল অংশগ্রহণ করেন। শুক্রবার সকাল ১০ টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এবার নামাজে ইমামতি করেন বাংলাদেশ ওলামা মাশায়েখ পরিষদ ও ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।ইমাম নিয়ে বিতর্কের কারণে প্রশাসন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। মাঠের বিভিন্নস্থানে ২৬টি সিসি ক্যামেরা ও বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার বসানো হয়।মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়। এছাড়া র্যাব, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, রিজার্ভ পুলিশ, গোয়েন্দা পুলিশ, গ্রাম পুলিশসহ আড়াইশ স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।