ভাল আছি।
আগামী ৩ ডিসেম্বর ২০১০, ১৯তম আন্তর্জাতিক প্রতিবন্ধিতা দিবস। প্রতি বছরের মত এবছরও দিবসটি বিপুল উত্সাহ, উদ্দীপনা নিয়ে পালিত হবে । এ দিবসকে সামনে রেখে আগামী ৪ থেকে ৮ ডিসেম্বর ২০১০ ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের যৌথ আয়োজনে এবং সাইটসেভার্স এর সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিবন্ধিতা বিষয়ক প্রথম জাতীয় চলচ্চিত্র উত্সব ২০১০ ” বৈচিত্রেই জীবন”। পাঁচ দিনব্যাপী এই উত্সব টি একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন ও শাহবাগে অবসিথত পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উৎসবে বিভিন্ন দেশের মোট ৩৬ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ আগামী ৪ ডিসেম্বর ৫.৩০ মিনিটে উৎসব টির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব আ আ ম স আরেফিন সিদ্দিক, মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী । উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ইংরেজী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডা. ওয়াহিদুল ইসলাম, দেশস্থ পরিচালক, সাইটসেভার্স, কাজী রোজী, গীতিকবি ও আহবায়ক, ডিসএ্যাবিলিটি রাইটস ওয়াচ গ্র“প, জওয়াহেরুল ইসলাম মামুন, মহাসচিব, জাতীয় প্রতিবন্ধী ফোরাম, রিপন কুমার দাশ ধ্রুব, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ । অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন খন্দকার জহুরুল আলম ,সভাপতি জাতীয় প্রতিবন্ধী ফোরাম,।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ”বডি অ্যান্ড সোল: ডায়ানা অ্যান্ড ক্যাথি” চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
প্রতিবন্ধীরা মানব বৈচিত্রের অংশ, কোন সামাজিক সমস্যা নয়। প্রতিবন্ধী ব্যক্তির জীবনাচরণ ও সামাজিক মিথস্ক্রিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যেই এ উৎসব টি আয়োজন করা হচ্ছে। সমাজের মুলস্রোতধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহন নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা হল প্রতিবন্ধিতা বিষয়ে সমাজের প্রথাগত ভ্রান্ত ধারণা, যা কিনা অস্বচ্ছ ও প্রায়ই নেতিবাচক। সমাজে প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা ও সংবেদনশীলতা সৃষ্টিতে চলচ্চিত্র একটি উৎকৃষ্ট মাধ্যম।
দেশ ও দেশের বাইরের বিভিন্ন রুচিশীল চলচ্চিত্র উপভোগের পাশাপাশি আামাদের তরুণ সমাজ, চলচ্চিত্র নির্মাতা ও সাধারণ জনমনে প্রতিবন্ধিতা বিষয়ক ইতিবাচক ধারণা, সচেতনতা ও দায়িত্ববোধ সৃষ্টিতে এ চলচ্চিত্র উৎসব একটি বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা বিশ্বাস করে।
প্রদর্শিতব্য চলচ্চিত্র গুলোর মধ্যে আছে ”আ বিউটিফুল মাইন্ড”, ”অ্যাডাম”, ”অ্যাট ফার্স্ট সাইট”, ”বিহঙ্গ”, ”ব্ল্যাক”, ”বডি অ্যান্ড সোল: ডায়ানা অ্যান্ড ক্যাথি”, ”কালার অফ প্যারাডাইস”, ”ডোর টু ডোর”, ”ফরেস্ট গাম্প”, ”আই অ্যাম স্যাম”, ”ইন সাইড আই অ্যাম ড্যান্সিং”, ”ইকবাল”, ”কোশিস”, ”লরেঞ্জোস অয়েল”, ”মেন অফ অনার”, ”মারকারি রাইসিং”, ”মিউসিক উইদিন”, ”মাই ফ্লেশ অ্যান্ড ব্লাড”, ”মাই লেফ্ট ফুট”, ”নন্দিত নরকে”, ”ওয়ান ফ্লিউ ওভার কাকুস নেস্ট”, ”পা”, ”প্যাশন ফিস”, ”রেডিও”, ”রেডিও ভাই”, ”রেইন ম্যান”, ”সেন্ট অফ আ ওমেন”, ”সাইন”, ”স্টাক অন ইঊ”, ”তারে যামিন পার”, ”টেম্পল গ্রান্ডিন”, ”দ্য এইট্থ ডে”,”দ্য হর্স হুইসপার”,”দ্য মাইটি”, ”ওয়েইট আনটিল ডার্ক”, এবং ”হোয়াটস্ ইটিং গিলবার্ট গ্রেপ”।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।