আমাদের কথা খুঁজে নিন

   

আরণ্যিক নির্বোধের ভ্রান্ত দূঃস্বপন



সুধীন্দ্রনাথ দত্ত, আধুনিক বাঙ্গালী কবি চমৎকার একটি উপমা ব্যবহার করেছিলেন ধার্মিকদের সম্পর্কে। তার মতে ধর্ম ব্যবস্থা ও ঐশ্বরিক শক্তিসমূহের অস্তিত্ত্ব আরণ্যিক নির্বোধের ভ্রান্ত দূঃস্বপন! কথাটি খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে একুশ শতকের বাঙ্গালীদের রাজনৈতিক কর্মকান্ড, আকাঙ্খা ও দর্শনের প্রেক্ষাপটে। আজ একটি হরতাল হয়ে গেল দেশে। সারা দেশ অচল হয়ে গেল। আর্থিক ক্ষতির কথা বাদ দিলাম।

জনজীবনে একটি হরতাল যে কি রকম ভয়াবহ স্থবিরতা নিয়ে আসে সেটা ব্যাখ্যা করাও কঠিন। সমাজের প্রতিটি মানুষ হরতালের ফলে ক্ষতিগ্রস্থ হয়। এমনকি ক্ষতির স্বীকার হয় হরতাল আহ্বানকারী দলের সমর্থকরাও। বাংলাদেশের জনগন সম্ভবত দুজন নেত্রীর মাঝে চির মুক্তির আলো দেখেছে তাই তারা বিকল্প কিছু ভাবতে পারছে না। বিকল্প নেতৃত্বের উত্থানও তারা সহ্য করতে পারে না।

কিন্তু যুগ যুগ ধরে তারা যে নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখেছে, সেই নেতৃত্ব প্রতিদানে দেয়নি কিছুই। বরং অজস্র নেতা কর্মীর ত্যাগের বিনিময়ে তারা সাম্রাজ্য গড়ে তুলেছে। তবুও ভুল ভাংগছে না জাতির। তবুও মোহ ভাংগছে না জনগনের।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।