শুক্রবার ঈদুল ফিতরের দিন রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, শিশু মনি নিবাস, শ্যামলীর শিশু পল্লী, তেজগাঁওয়ের বালিকা সদন এতিমখানাগুলো ঘুরে নতুন জামা কাপড় পরে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় পিতৃহারা এই সব শিশুদের।
এই শিশুরা যেন অন্য শিশুদের মতো ঈদ উদযাপন করতে পারে, সেজন্য এতিমখানা কর্তৃপক্ষও বিশেষ ব্যবস্থার আয়োজন করে।
শতাব্দী প্রাচীন স্যার সলিমুল্লাহ এতিমখানার তত্ত্বাবধায়ক মো. নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের দিনে শিশুদের জন্য সকালে সেমাই ও নুডলস এবং দুপুরে পোলাও ও মিষ্টান্ন দেয়া হয়েছে।
১৯০৯ সালে যাত্রা শুরু করা এই এতিমখানায় মোট ২৫০টি শিশু রয়েছে। এর মধ্যে ১৪৭টি ছেলে এবং ১০৩টি মেয়ে।
ঈদে এই শিশুদের মধ্যে ছেলেদের নতুন পাজামা-পাঞ্জাবি এবং মেয়েদের সালোয়ার-কামিজ দেয়া হয়েছে বলে জানান নুরুল ইসলাম।
তিনি জানান, অনেকে ব্যক্তিগতভাবেও এতিম শিশুদের নতুন পোশাক দিয়েছেন। ফলে অনেক শিশু একাধিক জামা পেয়েছে।
তত্ত্বাবধায়ক বলেন, সমাজের বিভিন্ন লোকের অনুদান, সাহায্য ও যাকাতের ওপর চলে এই এতিমখানা। এ ছাড়া সরকারিভাবেও এতিমদের জন্য প্রতি মাসে বরাদ্দ দেয়া হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।