আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডেটা সায়েন্স বাংলাদেশ (ডিএসবি) নামের নতুন একটি ফোরাম। মূলত বড় ধরনের তথ্য নিয়ে গবেষক, শিক্ষকেরা যাতে একসঙ্গে কাজ করতে পারেন, সে ব্যাপারে সহযোগিতা করবে ডিএসবি।
ডিএসবি ফোরামের অন্যতম উদ্যোক্তা মানজুর মাহমুদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন ধরনের তথ্য নিয়ে গবেষণা এবং কাজ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আমরা ডিএসবির মাধ্যমে সবাই একসঙ্গে বিভিন্ন তথ্য নিয়ে গবেষণার কাজ করব। বিভিন্ন গবেষণার ফলাফল সফটওয়্যার প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে।
পরে প্রয়োজন অনুসারে এ ফলাফল চাইলে যে কেউ নিতে পারবেন। এ ক্ষেত্রে যে আয় আসবে, সেটি সফটওয়্যার প্রতিষ্ঠান ও গবেষণার সঙ্গে যুক্তরা পাবেন। ’
বর্তমানে দুই পর্যায়ের কমিটির মাধ্যমে ডিএসবি কাজ শুরু করছে। এর মধ্যে রয়েছে দ্য মেন্টর গ্রুপ (এমজি) এবং দ্য ওয়ার্কিং গ্রুপ (ডব্লিউজি)। এমজিতে আছেন ডেটা সফটের পরিচালক মানজুর মাহমুদ, লিডস করপোরেশনের প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) পাপিয়াস হাওলাদার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের সিটিও আসিফ আহমেদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সহকারী অধ্যাপক শামীম আল কায়সার।
এ ছাড়া ডব্লিউজিতে থাকবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের কারিগরি বিশেষজ্ঞরা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডেটা সফট লিমিটেড, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড, আমরা টেকনোলজিস, লিডস করপোরেশন প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে রয়েছে। —নুরুন্নবী চৌধুরী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।