মানুষের কষ্ট কেন -এ কথা ভেবে ভেবে
কে পালায় সংসার , সিংহাসন ?
সুন্দরী সধবার এলোকেশ মাড়িয়ে
কচি মুখ সন্তানেরে পাশ ফেলে
কে যায় নিরুদ্দেশে ?
টেমস,দানিয়ুব ,মিসিসিপি বয়ে চলে
নীলান্জনার মতো
তীরে তীরে তুষ্ট হাওয়ায়
বেড়ে ওঠে বৃক্ষ সারি সারি
তবু দানিয়ুবের পস্ট জলে স্নান সেরে
কে এসে দাঁড়ায় বৃক্ষ তলে ?
কে এসে শোনায় মানুষেরে
সীমা ছাড়াবার গান ?
পৃথিবীর প্রভু মানুষের শ্রেষ্ঠত্বের ভঙ্গুরতায় বিহবল
হে প্রাচ্য দেশের রাজকুমার !
মানুষেরে ভালবাসিবার এমন মুগ্ধ স্বজন
পুরো পশ্চিম চষে ফিরে চমস্কি
পায় না আর একজন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।