গতরাতে মেলায় আগুন লাগল বা কেউ লাগাল। ৫০ টির মতো প্রকাশনার স্টল পুড়েছে। অনেক মহামূল্যবান বই পুড়ে শেষ, অনেক সাজানো স্টলই এখন শুধু ছাই-কয়লা। পুড়েছে বন্ধু দেবুর স্টল 'নিমফিয়া'। আমার সম্পাদনায় দেবুর ওখান থেকে একদা প্রকাশিত হয়েছিল চিত্রকলা বিষয়ক খরচবহুল স্মারকগ্রন্থ ' একবার পায় তারে' ও 'ছিন্ন পাতার সাজাই তরণী'।
পুড়েছে 'জয়তী'। জয়তী থেকে প্রকাশিত আমার প্রথম উপন্যাস, 'চরৈবেতি' ও প্রথম গল্পগ্রন্থ 'জ্যোতি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিল'। পুড়েছে 'গদ্যপদ্য'। গদ্যপদ্য থেকে প্রকাশিত আমার কবিতার বই 'ঘামসূত্র'। আমি তো অনেক আগেই পুড়ছি, এখন বইগুলোও পুড়ে শেষ।
ছাই হয়ে গেলাম এবার ফাল্গুনে...
ছবি: চারু পিন্টু'র সৌজন্যে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।