আমাদের কথা খুঁজে নিন

   

হ্যারডস, ট্রাভেল হেল্পিং এবং আমি


ট্রাভেল হেল্পিং এর কজ করি প্রায় ৪ বছর। হেল্পিং করি ঘোড়ার ডিম, বিদেশী কিছু ফোরামে লেখালেখি করা, বাংলাদেশ সম্পর্কে বিদেশী ট্রাভেলারদর তথ্য দেয়া, তাদের ভুজং ভাজং দিয়ে এদেশে আনার চেষ্টা করা-এই আরকি। এসব করতে গিয়ে মাঝে মাঝে তাদের অনুরোধে কিছু ট্রেন,বাস বা রকেটের টিকেট এডভান্স কেটে রাখেতে হয়। পরে ঢাকা এসে টাকা দিয়ে ওগুলো আমার কাছ থেকে সংগ্রহ করে নেয়। ব্যাস এটুকুই।

এটুকু করেই কিছু কিছু জায়গায় আমি আজ মহাতারকা। এই যেমন ধুরন না Lonely Planet এর Bangladesh Travel Guide টির কথা। এখানে বেশ ঘটা করা বলা হয়েছে : Mhamud is essentially the guardian angel of travelers in Bangladesh এবং আরো কিছু কথা (আগ্রহীরা দেখুন এখানে Click This Link ) আমি লজ্জায় মরি। তো এই ট্রাভেল হেল্পিং করতে গিয়ে এ পর্যন্ত মিশেছি প্রায় ৭-৮ শ বিদেশী ট্রাভেলারের সাথে। এদের অনেকেই আসার সময় কিছু না কিছু গিফট নিয়ে আসে।

এমনও দেখা গেছে টিকেটের দাম যা গিফট আনে এর প্রায় ৬ গুন দামের। কত কিছু যে পেয়েছি তার ইয়াত্বা নেই। ইংল্যান্ড ফুটবল দলের অরিজিনাল জার্সি, সুইজারল্যান্ডের বিশাল পতাকা, হাজার রকমের চকোলেট, প্রশান্ত মহাসাগরের নীচের প্রবাল পাথরের মালা কিছুই বাদ নেই। তবে গত সপ্তাহে একটি উপহার পেয়ে যার পর নাই আপ্লুত হয়ে গেলাম। সেটাই বলছি।

মাসখানেক আগে ইংল্যান্ড থেকে একটি মেইল পেলাম Ian নামে এক ট্রাভেলারের কাছ থেকে। ও ঢাকা খুলনা ট্রেনের ৩ টি টিকেট কাটার অনুরোধ করলো। আমি টিকেট কাটলাম এবং নির্ধারিত দিনে হোটেলে পৌছে দিতে গেলাম। Ian টিকেটের দাম দিয়ে একটা ব্যাগ হাতে দিলো, বললো- এটা তোমার জন্য। আমি ব্যাগ খুলে দেখলাম তার মধ্যে আছে চকলেট, আমার ছেলের জন্য রং পেন্সিল আর আমার জন্য একটা মগ।

মগ...এতে উচ্ছসিত হবার কিছু নেই। কিন্তু আমি প্যাকেটের গায়ের লেখাটা দেখেই চিতকার করে উঠলাম। সেখানে লেখা-Harrods মানে এটা পৃথিবীর সবচে অভিজাত দোকান Harrods থেকে কেনা। এই Harrods নিয়ে কত লেখা পড়েছি, কত গল্প, কত আবেগ। এটাই ডায়ানার প্রেমিক দোদি আল ফায়েদ দের দোকান।

এখানে ঢোকার নাকি ড্রেস কোড আছে, সবকিছু অত্যান্ত দামী, কিছু কিনতে হলে নাকি টাকা বৈধ হতে হয় এসব নানারকম গল্প শুনেছি এ দোকানটি সম্পর্কে। সে Harrods এর মগ আমার হাতে। আমি Ian কে একটা বড় থ্যাংকস দিয়ে বের হয়ে এলাম। সেই থেকে মগটি একটি দর্শনীয় বস্তু হয়ে আছে আমার কাছে। যাকে দেখাই সেই লাফ দিয়ে ওঠে Harrods থেকে কেনা? আমি তাদের সে বিষ্ময় উপভোগ করি।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.