যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(
বর্তমানে স্ক্যাইপি ব্যাবহারকারীর সংখ্যা সাড়াবিশ্বে ১২ কোটি ৪০ লাখ বা ১২৪ মিলিয়ন এবং ২০১০-এর প্রথমার্ধে তাদের মোট ৯৫০০ কোটি মিনিট বা ৯৫ বিলিয়ন মিনিট কল হয়েছে যার প্রায় ৪০ শতাংশই ভিডিও কল এই চাহিদার ভিত্তিতেই এবার স্ক্যাইপি’তে যোগ করা হয়েছে গ্রুপ ভিডিও কল।
ইতিমধ্যে মোবাইল ফোন বা কমপিউটারে ব্যবহারের সুবিধা দেয়ার মাধ্যমে একটি প্লাটফর্ম হিসেবে নিজের অবস্থানকে সুপ্রতিষ্ঠিত করেছে স্ক্যাইপি।
স্কাইপি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তার দ্বিতীয় বেটা সংস্করণ বাজারে এনেছে যার ভেতরে ও বাইরে এসেছে বিশাল পরিবর্তন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর মাধ্যমে ১০ জনের অংশগ্রহণে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করা যাবে। এ সংস্করণটি তার ভালো মানের পাশাপাশি এতে নতুন আউটলুক প্রদান করবে।
Click For DownLoad : Skype 5 Beta Full
* পোস্ট'টি 'নীলাঞ্চলে' প্রকাশিত।।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।