জরুরি ভিত্তিতে ডিপ ফ্রিজ কিনব, সবার ব্যবহারের অভিজ্ঞতা থেকে সাজেশন দেন কোন ব্রান্ড নিব?
কেলভিনেটর বলে রয়ালস্টারকে চালিয়ে দেয়া ১টা ফেরত দিচ্ছি, আর এরিসটোন এর যনত্রনা থেকে উদধার হচ্ছি। "হায়ার" ৩ বছর ওয়ারেনটি দেয় যার কারন পূর্ব অভিজ্ঞতা থেকে জানা হয়ে গেছে। ইনডিয়া মেড [এল জি, স্যামসাং,ওয়ার্লপুল] বাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।