আমি ওসামা বিন নূর। আমি ভালবাসি নিজে সচেতন হতে এবং অন্যদের সচেতন করতে আর ভালবাসি লেখালেখি, সামাজিক উন্নয়নমূলক কাজ, শিশুদের কিছু করা, কমিউনিটি সার্ভিস ইত্যাদি। আমি বাস্তবতায় বিশ্বাস করি। মানুষের জন্য এমন কিছু করতে চাই যেন তারা আমাকে নিয়ে অহংকার করতে পারে। আ
ঈদ পূর্ববর্তী একটি দিন...
বিকাল ৫টায় হাউজবিল্ডিং বাসষ্ট্যান্ট এ দাড়িয়ে আছি বাসের জন্য।
টিকেট কাউন্টার সার্ভিস বাসগুলো এতলোড ছিল যে তিল ধারনের জায়গা ছিল না। টিকেট কাউন্টার বাস একটিও থামছেনা তাই লোকাল বাসের জন্য দাড়িয়ে থাকা। গন্তব্য ছিল কমলাপুর।
তার আগে বলে নেই What is local buss?
উত্তর : (নিকট গন্তব্যযাত্রায় লোকাল বাসের অভিজ্ঞতা থেকে যা জানা) বাসের কোথাও কোন সিটিং বাস লেখা নেই তবুও ইহা সিটিং। সিটিং এর নামে অতিরিক্ত ভাড়া কেটে চিটিংবাজিটাও হচ্ছে অনায়াসে।
বাস ভর্তি দাড়িয়ে থাকা যাত্রী, তার পরও নাকি ইহা সিটিং। ৫টাকার নিচে ভাড়া নাই। যখন যাত্রী নেই তখন সিটিং আর যখন উপচে পড়া ভিড় তখন চিটিং।
উত্তরা থেকে গুলিস্থান ডাইরেক ৫০টাকা ভাড়া। সিটিং সার্ভিস।
কোথাও কোন স্টপেজ নেই। হাজার হাজার যাত্রী দাড়িয়ে আছে বাসস্ট্যান্ডে। কারোও কোন পাত্তা নেই। লোকাল বাস আজ রাস্তার রাজা....
ঈদ উপলক্ষ্যে অনেক অনেক ভোগান্তির কথা শুনেছি যেমন : চাদাবাজি, চুরি, ছিনতাই, ঘুষ, দুর্নীতি ইত্যাদি কিন্তু লোকালবাসের সিটিং সার্ভিসের চিটিং প্রকল্প এই প্রথম দেখা।
অবশেষে যাত্রা করলাম ট্রেনে...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।