আমাদের কথা খুঁজে নিন

   

শ্রাবণীপু, আমরা আছি। তোমার পাশে, ধ্রুব ভাইয়ার পাশে!

http://shorob.com/author/bohemian/

প্রিয় শ্রাবণী আপু, তোমাকে তুমি করেই বলছি! যাঁদের ভালো লাগে এঁদেরকে আপনি করে বলাটা অনেক কষ্টকর! তুমি অবশ্য আমাকে চেনো না। আমার ছোট্ট একটা পরিচয় দিয়ে নেই। আমি বুয়েটের শেষ বর্ষের ছাত্র, সিএসই ডিপার্টমেন্ট এ পড়ছি। (ধ্রুব ভাইয়া ও তো সিএসই' থেকে পড়েছেন)। সারাক্ষণ কাছের মানুষদের জ্বালিয়ে বেড়াই! যে যত কাছের, সে ততটা ভোগে!! আমি কেন লিখছি এই চিঠি? একটু ধৈর্য্য ধরো তো! আমার মত হয়ো না! মাত্র এই মার্চ মাসে তোমাদের বিয়েটা হলো।

তুমি আর ধ্রুব ভাইয়া। কত স্বপ্ন! সাজাবার, সাজবার! কিন্তু বিয়ের মাত্র ৫ মাস পরেই তুমি অসুস্থ হয়ে পড়লে। অনেক দৌড়াদৌড়ির পর জানা গেলো ভারতে নিয়ে বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্ট না করালে তুমি বাঁচবে না। দরকার ৪০ লক্ষ টাকার! মধ্যবিত্ত পরিবারের জন্য এ এক অসম্ভবের দেয়াল, স্বপ্ন আর বাস্তবতা তফাৎটা নোংরা রকমের স্পষ্ট। কিন্তু তুমি তো জানো ধ্রুব ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে! ধ্রুব ভাইয়া এমবিএ করেছেন ঢাবি থেকে, অত সহজে হাল ছাড়বার পাত্র নন।

তোমার জন্য তিনি সব করতে পারেন। শুরু হলো তোমার জন্য ক্যাম্পেইন। এখন পর্যন্ত ৩ লাখ টাকার কিছু বেশি উঠেছে। এখনও যেতে হবে অ-নে-ক দূর। হাঁটতে হবে অনেকটা পথ।

ধ্রুব ভাইয়া সেটা করে চলেছেন। তোমার জন্য। তোমাদের জন্য! আপু তুমি ভাইয়ার হাতটা শক্ত করে ধরে রেখো। তুমি এইটুকু যেন তোমাদের এই হাত দুটি কেবিচ্ছিন্ন হতে দেয়া যাবে না। ধ্রুব ভাইয়া সেটা ঘটতে দেবেন না, আমরা দেব না।

২। আমি হচ্ছি পাগলাটে মানুষ! জন্মদিন আমার কাছে সব সময় গুরুত্বপূর্ণ জিনিস ছিলো। নিজের হোক, কাছের মানুষের হোক। আমি জন্মদিনে যে কত্ত কী করি! আমার জন্য যেই কেক গুলো আনা হয় সেখানে যেন শুধু আমার বয়সটা লেখা থাকে সেটা বার বার বলে দেই! আমার গত দুই জন্মদিনের কেক দ্যাখো তো! পাগলামী, না? আমার বন্ধুদের জন্মদিনের কথা বলি। এক বন্ধুর জন্মদিনে গিফট দিলাম ২২ রকমের চকোলেট।

কারণ ওটা ওর ২২তম জন্মদিন ছিলো! আবার এক বন্ধুর জন্মদিনে রাত ১২টায় চলে গেলাম ওর বাসায়! সারপ্রাইজ পার্টি! ছোট বোনের জন্মদিনে, হলমার্কে নিয়ে বললাম "যা ইচ্ছে তাই কিনে ফেল" এরপর কী হলো সেটা সবার সামনে বলা যাবে না!!! আমার এবারের জন্মদিনটায় কী করব জানো? অনেক কিছুই! তবে টাকা পয়সা যেখানে খরচ হয় সেসব এড়িয়ে যাব!! #১ কেক কাটার টাকাটা বাসা থেকে নেব, কেক কাটছি না এবার। #২ বন্ধুদের সাধারণত স্টার এ খাওয়াই, সেটাও করছি না। (দোস্তরা মারিস নারে!) এই দুই খাতে যা টাকা ব্যয় হয় তার পুরোটা তোমার জন্য দেব। এর সাথে সাথে বন্ধু/আত্মীয়দের কাছে অনুরোধ, আমাকে যদি কোন গিফট দেবার ইচ্ছে থাকে প্লিজ সেটা না দিয়ে তার সমপরিমাণ টাকা দিন। (আমি ১২ তারিখে ব্যাঙ্কে টাকা জমা দিতে যাব।

পরীক্ষার কারণে এর আগে যাওয়া সম্ভব হচ্ছে না। কেউ যদি টাকা দিতে চান প্লিজ ফেইসবুকে মেসেজ দিন। ) গিফটের পুরো টাকাটা শ্রাবণী আপুর একাউন্টে যাবে। তোমাকে মনে হয় বলতে ভুলে গেছি! আজ আমার জন্মদিন! জন্মদিনে অনেক আনন্দ করেছি, কিন্তু তোমার আর ধ্রুব ভাইয়ার পাশে দাঁড়াতে গিয়ে এত ভালো লাগছে! মনে হচ্ছে জন্ম নেয়াটা যেন সার্থক! ভালোবাসায় এক অন্য রকমের আনন্দ আছে! আপু বাংলাদেশের মেয়ে তুমি। আমরা বাঙালিরা,বাংলাদেশিরা কতটা ভালোবাসতে জানি সেটা জানো তো?! বিশ্বাস করো তো?! একটু ধৈর্য্য ধরো।

তোমার অসুস্থতার খবর পৌছুতে দাও অন্যদের কানে। দেখবে তোমার জন্য ঠিক ঠিক তাঁরা টাকা পাঠাবেন। পৃথিবীর এ প্রান্ত থেকে, ও প্রান্ত থেকে! ফেইসবুকে সেই কাজটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে! তুমি সেই পেইজটিতে গিয়ে দ্যাখো! প্রতিটা অক্ষরে তুমি পাবে স্বপ্নের স্বাদ, জীবনের আশ্বাস, ভালোবাসার ঘ্রাণ! বাংলাদেশীদের বুদ্ধিও চিকন! ওরা কী করবে জানো?! গ্রুপ গ্রুপ করে অল্প অল্প করেই দেবে, এই ধরো ১০/১২ জনের গ্রুপ ১০০/২০০/৫০০ করে দেবে হয়ত। আর একজন গিয়ে সেই টাকাটা ব্যাঙ্কে গিয়ে দিয়ে আসবে! কারণ সবার পক্ষে তো ব্যাঙ্কে যাওয়া সম্ভব হয় না নানান কারণে। এভাবে অল্প অল্প করে দেখবে... তুমি প্লিজ ভাইয়ার হাতটা ধরে থাকো।

আর একটু ধৈর্য্য ধরো! একটু অপেক্ষা করো। আমরা আসছি। স্বপ্ন আর বাস্তবতার মাঝের সেই দেয়ালটিকে আমরা ভেঙে দেব। একটু একটু করেই সেটা করব। তুমি আবার স্বপ্ন দেখবে, আরও হাজার শ্রাবণী-ধ্রুবকে স্বপ্ন দেখাবে! ইতি তোমার অচেনা অজানা এক ভাইয়া বাপ্পি (২৪তম জন্মদিনে!) পুনশ্চ : প্লিজ ফেইসবুক পেইজ এর লিঙ্কটি শেয়ার করুন এবং খুব সামান্য হলেও পাশে দাঁড়াবার চেষ্টা করুন।

বাংলাদেশের ১১ লক্ষ ফেইসবুক ব্যবহারকারী আছেন। ৪০ লক্ষ টাকা খুব কঠিন কিছু নয়! Click This Link আসুন, আমরা সেই কাজটি করে দেখাই, যাতে আমরা চ্যাম্পিয়ন! ভালবাসতে, ভালবাসার প্রকাশ ঘটানোতে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.