প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
কাঁচা টাকা
শাফিক আফতাব --
কাঁচা টাকা পেলে কাঁচা গিলে খাই
আমার কাছে তখন হিসেব কিছু নয়
আমার কাছে তখন কেউ কিছু নয়
আমি তখন অবিকল রাজার তনয়।
ঘুষের টাকা পেলে আমি এক সাহেব
দুহাাত উজাড় করে খরচ করি
বউ আর শালির জন্য রঙিন চুড়ি
রান্না ঘরে তখন বারো তরকারি।
টেন্ডার বাগিয়ে যদি পাই মোটা টাকা
ভাউচার বনিয়ে যদি পাই ফাও টাকা
আমি শুধু থাকি তখন এই শহরে
অমি তখন হয়ে যাই সবার কাকা।
কাঁচা টাকার দেখনু ভাই কেমন গুণ
লিকলিকে চামড়ায় ঝরে অহমের ননু।
২২.১২.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।