"বাউল মানুষ"
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল] :
সহকর্মীদ্বারা ক্ষতি হতে পারে। অনৈতিক পথে অর্থ আসতে পারে। কৌশলে কাজ আদায়ের চেয়া করুন। যাত্রা শুভ।
বৃষ [২১ এপ্রিল-২১ মে] :
দূর থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন।
অহেতুক ঝামেলায় জড়াবেন না। দিনের শেষে অর্থপ্রাপ্তি।
মিথুন [২২ মে- ২১ জুন] : সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকবেন। দিনের শেষে অর্থ পেতে পারেন। প্রতিপক্ষ সক্রিয় হয়ে উঠবে।
কর্কট [২২ জুন-২২ জুলাই] : অহেতুক ঝামেলায় জড়াবেন না। অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীর প্রতি সতর্ক দৃষ্টি রাখুন।
সিংহ [২৩ জুলাই-২৩ আগস্ট] : কৌশলে কাজ উদ্ধারের চেষ্টা করুন। প্রতিপক্ষের প্রতি দৃষ্টি রাখুন।
আয়-ব্যয় সমন্বয় রাখা কঠিন হয়ে দাঁড়াবে।
কন্যা [২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর] : চাকরিক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। দূর থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা [২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর] : রাজনীতিবিদদের দিনটি ভালো যাবে।
বৈদেশিক বাণিজ্য শুভ। পারিবারিক কলহ মিটে যাবে।
বৃশ্চিক [২৪ অক্টোবর-২২ নভেম্বর] :
ব্যবসায়ীদের দিনটি খারাপ যাবে। আত্মীয়-স্বজন উপকারে আসতে পারে। প্রিয়জনের কারণে ক্ষতি হতে পারে।
ধনু [২৩ নভেম্বর-২১ ডিসেম্বর] : চাকরিক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। উত্তেজনা পরিহার করুন। দূরের যাত্রা শুভ। রোমান্স ও বিনোদন শুভ।
মকর [২২ ডিসেম্বর-২০ জানুয়ারি] :
তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন।
কালো রংকে প্রাধান্য দিন। দিনের শুরুতে অর্থপ্রাপ্তি। মনের মানুষকে কাছে পেতে পারেন।
কুম্ভ [২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি] :
অনিচ্ছা থাকা সত্ত্বেও জটিলতা বাড়তে পারে। দূর থেকে ভালো সংবাদ পেতে পারেন।
রোমান্স ও বিনোদন শুভ।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ] :
দিনের শেষে ভালো কোনো সংবাদ পেতে পারেন। উত্তেজনা পরিহার করুন। রোমান্স ও বিনোদন শুভ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।