আমাদের কথা খুঁজে নিন

   

Transcend JF V30 256 GB USB Flash Drive -সমস্যা !

অভ্র, যুগান্তকারী বাংলা লেখার সফটওয়ার। জটিল কিবোর্ড লেআউট মুখস্থ করতে না পেরে যারা বাংলা লেখাকে ভুলতে বসেছিলেন, বিদেশী ভাষায় চালিয়ে যাচ্ছিলেন বাংলা লেখা, তাদের জন্য, আমাদের সবার জন্য আশীর্বাদ হয়ে আসে ফ্রি সফটওয়ার অভ্র। অভ্রর সহজবোধ্য লেখার উপায় ও ইউনিকোড ভিত্তিক ফন্টের কারণেই আজকের ব্লগিং জগতে বাংলার এই সদর্প পদচারণা। এই গ্রুপটিতে আমরা অভ্র নিয়ে কথা বলবো, অভ্রর এই সঙ্কট মুহূর্তে প্রিয় সামহয়ারইন ব্লগের ব্লগারদের কণ্ঠে ধ্বনিত হবে - "ভাষা হোক উন্মুক্ত"।  

আমার Transcend ব্রান্ডের JetFlash PEN DRIVE, যার স্টোরেজ স্পেস 256 GB কোন অপারেটিং সিস্টেমেই কাজ করছে না! পিসিতে কানেক্ট করলেই ফরমেট কমান্ত সিলেক্ট করতে বলে।

ব্যাক-আপ রাখা ডাটা / তথ্যাদির মায়া ত্যাগ করে ফরমেট দিলে প্রায় ২ ঘন্টায় ৯৭ % পর্যন্ত হয়, তারপর যেই লা্ও সেই কদু। মানে.. ফরমেট ফেইল দেখায়। গত কয়েক দিন .. আমার কালেকশানে যত ইউটিলিটি / সফটওয়্যার আছে তা দিয়ে চেষ্টা করলাম। ইন্টারনেট তল্যাশি করে... আজে-বাজে ২০-২৫ টি ইউটিলিটি ডাউনলোড করে অযথা সময় নষ্ট করলাম। সামহোয়ারইনব্লোগে জনাব জুয়েল ফুজির পোস্ট করা Transcend পেন ড্রাইভ মেরামতের সফটঅয়ার Trancend not working Pen drive Repair tool ব্যবহার করে দেখলাম তা দিয়ে পেন ড্রাইভটি ডিটেক্টও করে না ! No device detec ... ম্যাজেস.......।

সর্বশেষ -বাধ্য হয়ে সামুর ব্লগার বন্ধুদের সহযোগীতা কামনা করছি। কেউ কি বলবেন উল্লেখিত Transcend পেন ড্রাইভ টি কি করে ফরমেট করা যেতে পারে? উল্লেখ্য আমি উইন্ডোস ৭ ব্যবহার করি। ফরমটে exFAT সিলেক্ট করে্ও কাজ হয় নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।