আমাদের কথা খুঁজে নিন

   

টিভিওয়ালাদের প্রকাশ্যে ধোঁকা।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

আজ এক ধোকা খেয়ে বোকা সাজলাম। রিমোট হাতে নিয়ে টিভির চ্যানেল বদলাতে বদলাতে হটাৎ নজর থেমে গেল দুবাইয়ের এক চ্যানেলে এক তরুনী আরব মেয়ের দুস্টুমির উপর। মেয়েটি নিজ আনন্দে চিল্লা চিল্লি করছে, তার চন্চলতা দেখে শিশু যোবক বৃদ্ধ কারোই খারাপ লাগার কথা না। কিছু সময়ের জন্য থামলাম মেয়েটি কি বলছে তা শুনার জন্য।

মেয়েটি আসলে একটি মোসাবাকা/কুইজ পরিচালনা করছিল। কুইজের প্রতি আমার আবার আলাদা ভাল লাগা কাজ করে, তাই বেশ উৎসাহি হয়ে উঠলাম। কুইজে একটি প্রশ্ন দেয়া আছে, যা টেলিভষনের পর্দায় বর করে লিখা। প্রশ্নটি হল 'এমন একটি দেশের নাম বলতে হবে- যার প্রথম অংশের অর্থ 'ইবাদত' শেষ অংশের অর্থ 'মাল/সম্পদ'। সঠিক উত্তর দাতা পাবেন -৩২০০ ইউরো।

একটা ফোন আসল, হ্যালো, হ্যালো। কি নাম?, মুহসিন। কোথা থেকে? দামেস্ক থেকে। আচ্ছা প্রশ্নের উৎর বলুন। উত্তরে মহসিন বললো- লেবানন।

না, উত্তর সঠিক নয়। আবার ফোন, উততর- 'মিশর' না হয় নি। আবার ফোন, উ্ত্তর সৌদিআরব। না হয় নি। এভাবে চলতে থাকল।

এভাবে কয়েকটা ফোন কল আসল কিনতু কেহই জবাব সঠিক জবাব দিতে পার্ল না। আমার ভিতর কৌতুহল কাজ কর্ল মনেহচ্ছিল উত্তর অনেক শহজ। একটু চিন্তা কর্লাম, হ্যা, পেয়েও গেলাম। 'সোমাল/সোমালিয়া'। আরবিতে এর প্রথম অংশ হয় صوم /রোজা আর শেষ অংশ হয় مال /সম্পদ।

এই শহজ উত্তর কেহ দিতে পার্ছে না বলে মেজাজটা গরম হতে লাগল। এমন সময় আবার ফোন কল আসল। কল করেছেন 'আহমদ' মিশর থেকে উত্তর 'সৌদিআরব' যথারিতি ভুল উত্তর। তখন হটাৎ চিন্তা করলাম, তার মানে মিশর থেকেও উত্তর দেয়া যাবে। সাথে সাথে সদ্য ২৫ পাউন্ড রিসার্স করা মোবাইলটি হাতে নিয়ে টেলিভিষনের পর্দায় লিখা নাম্বার টিপে টিপে কল দিয়ে ফেললাম।

পাশেই বসে থাকা দুই জুনিয়র ভাইয়ের চোখে মুখে উত্তেজনা লক্ষ করতে পেলাম। কল জায়গা মত ঢুকেও গেলো। টিভির সাউন্ড কমিয়ে দিয়ে মোবাইলের লাওড স্পিকার অন কর্লাম যাতে সবাই শুনতে পারে। হ্য়ত পেয়েই যাচ্ছি ৩২০০ ইউরো। ফোন রিসিভ হল।

আমাকে স্বাগতম জানিয়ে বলা হলো, আপনি যদি কুইজে অংশ গ্রহণ কর্তে চান তাহলে ২ টিপুন। কাপা কাপা হাতে দুই টিপলাম। আবার স্বাগতম জানানো হলো। সেই মিউজিক শুতে পেলাম যেই মিউজিক টিভির পর্দা থেকে শুনতে পাচ্ছিলাম। আমাকে লাইনে অপেক্ষা করতে বলা হলো, কারণ লাইন বিজি।

মিউজিক বাজছে আমার হার্ট বিট বারছে। ওয়েটিং ১ মিনিট হয়ে গেলো। আবার স্বাগতম জানিয়ে অপেক্ষা করতে বলা হলো এবং মিউজিক প্লে করা হলো। ১ মিনিট ৪৫ সেকেন্ড এর সময় আবার মেয়েলি কন্ঠ। আমাকে অপেক্ষা করানোর জন্য ক্ষমা চেয়ে আরো কয়েক সেকেন্ড অপেক্ষা করতে বলা হল।

আমদের সবার মাঝেই নিরব উত্তেজনা চলছে। কি হবে কি হবে না। টাকা না পেলেও একটু মজা ত করতে পারব। ২ মিনিট সাত সেকেন্ড। আবার মেয়েলি কন্ঠ, কিন্তু এবারের কন্ঠটি চেন চেনা মনে হল।

হ্যা। এ যে আমাদের অতি পরিচিতা ম্যাডাম ভোডাফোন। প্রতিবার রিচার্জ করার সময় তার ভয়েস শুনে শুনে আমরা অভ্যস্ত। তিনি এবার বলতে লাগলেন, ছরি 'আপনার একাউন্টে যথেষ্ট পরিমান টাকা নেই, অনুগ্রহ পুর্বক রিচার্জ করে পুনরায় চেষ্টা করুন'। মেজাজটা পুরাই বিলা হয়ে গেলো।

মাত্র রিচার্জ কর্লাম ২৫ পাউন্ড,১৩টাকা/১পাউন্ড। বিদেশে কল কর্তে প্রতি মিনিটে কাটবে ২ পাউন্ড। কিন্তু ২ মিনিট ৭ সেকেন্ডেই আমার ২৫ পাউন্ড শ্যাষ। সবাই একসাথে উচ্চ স্বরে হেসে উঠল। আমি খানিকটা লজ্জা পেলাম।

মেজাজ গড়ম কর্তে কর্তে মাইয়ার প্যাচাল দেখা আবার শুরো কর্লাম। আবার কল আসলো, সেই একই উত্তর 'সৌদিআরব'। তখন বুঝতে পার্লাম এই সমস্ত কল তাদেরই কারো করা। কারন টাকা খরচ করে কেহ এক ভুল সৌদিআরব উত্তর বার বার বলবে না। ২) আমাকে যখন ওয়েটিং এ রাখা হয়েছিল আসলে তখন মাইয়া প্যাচাল পার্তেছিল, কোন ফোন কল ছিল না।

যাই হোক, একটু লজ্জা পেলেও অনেক বড় একটি বিষয় আমি উদঘাটন কর্তে পেরে নিজের মোড কিছুটা ফিরিয়ে আন্তে সক্ষম হলাম। যারা মিডিল ইস্টে থাকেন তারা অবশ্যই দেখে থাকবেন, এই রকম কুইজ কোন না কোন চ্যানেলে সারা দিন ও রাত ধরেই চলে থাকে। তাহলে আমার প্রশ্ন, এই রকম ধোকা সরকারে সামনে কি ভাবে দেয়া হচ্ছে? এতে কি সরকারে কোন দায় বদ্ধতা নেই??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.