অািম সহজ সরল
দিনের সেরা জোকস না পড়লে আফছুছ , আর পড়লেও আফছুছ!!!
রাজশাহী-৬ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমের নির্বাচনী এলাকা চারঘাট সদরে বুধবার হরতাল আহবান করেছে পৌর আওয়ামী লীগের নেতারা। আজ মঙ্গলবার দুপুরে হরতাল আহবান করে উপজেলা সদরে মাইকিং করার
সময় পুলিশ দুই জনকে আটক করেছে। এরা হচ্ছে- ভ্যান চালক লালন উদ্দিন (৬৫) ও মাইকওয়ালা শাহিন কাদির। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ করে পৌর আওয়ামী লীগের সভাপতির উদ্ধৃতি দিয়ে উপজেলা সদরে মাইকিং করে জানানো হয় বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর সদরে হরতাল আহবান করা হয়েছে। এ সময় মাইকিং করে সবাইকে হরতাল পালনের আহবান জানানো হয়।
খবর পেয়ে চারঘাট থানা পুলিশ এসে ভ্যান চালকসহ মাইকওয়ালাকে আটক করে নিয়ে যায়।
এমপি শাহরিয়ার আলম নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ না করায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে বুধবার অর্ধদিবস হরতাল আহবান করে মাইকিং করছিলো বলে জানা গেছে।
চারঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাফ্ফর হোসেন মংলা হরতাল আহবানের কথা স্বীকার করে বলেন, এমপি শাহরিয়ার আলম দলীয় পরিচয়ে নির্বাচিত হওয়ার পর থেকে স্থানীয় নেতাদের পাত্তা দেন না, যোগাযোগও রাখেন না। এমনকি মোবাইল ফোনও ধরেন না। এ কারণে পৌর আওয়ামী লীগ বুধবার অর্ধদিবস তার বিরুদ্ধে হরতাল আহ্বান করেছে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রশিদ জানান, হরতাল আহবান করে মাইকিং করার সময় দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হবে। তিনি বলেন, দলীয় এমপির বিরুদ্ধে হরতাল আহবানের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে মোবাইল ফোনে এমপি শাহরিয়ার আলম জানান, স্থানীয় কতিপয় নেতাকে উপজেলা সদরে যাত্রার নামে জুয়ার আড্ডা বসানোর অনুমতি না দেয়ায় তারা ক্ষুব্ধ হয়েছে। তিনি বলেন, স্থানীয় সকল নেতাকর্মীর সঙ্গে তার আলাপ হয়েছে। সবাইকে নিয়েই তিনি এলাকার উন্নয়নে কাজ করছেন।
ক্ষুব্ধ হয়ে হরতাল আহবান করলেও তা প্রত্যাহার করা হয়েছে। তিনি আরো বলেন, স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। কেউ তার বিরুদ্ধে নয়। তবে হুট করে হরতাল আহবানকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।