অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন
৮ নভেম্বর সন্ধ্যায় কখন টুপ করে সূর্যটা ডুবে গেল খেয়াল করেননি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মৃদু শীতের বিকেল বেলায় ক্লাস, পরীক্ষা, ল্যাব শেষে তাঁরা ব্যস্ত ঝুপড়ি আর টং দোকানগুলোতে আড্ডায়। সন্ধ্যা নামার পর আড্ডা রেখে একজন, দুজন করে তারা জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডের পরিপাটি মঞ্চের সামনে।
রংবেরঙের নকশায় আঁকা 'রিভিলেশন' মঞ্চে কিছুক্ষণ পর হাজির হবেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। 'রিভিলেশন' শিরোনামে এদিন ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের অন্যতম ব্যান্ড মিউজিক্যাল ক্লাব 'নোঙর'।
সন্ধ্যা ৬টায় ওপেন এয়ার কনসার্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন। গানে আর কথায় বৈশ্বিক উষ্ণতা প্রশমনের ধ্বনি ছড়িয়ে দিতেই আয়োজন বলে জানালেন নোঙরের সভাপতি আশিকুর রহমান। উদ্বোধনের পরই মঞ্চ মাতাতে হাজির হন 'নোঙর'-এর ব্যান্ড লিডার তুষার, ড্রামার সম্রাট ও রনি, ভোকাল ইমরান, ফাইয়াদ, ইফতি, শিশির।
রাত ৮টায় মঞ্চে হাজির হন আইয়ুব বাচ্চু। দর্শকদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ গান ধরেন বাচ্চু_'সেই তুমি কেন এত অচেনা হলে/সেই আমি তোমাকে কেন দুঃখ দিলেম। ' মুহূর্তেই বদলে যায় চেনা পরিবেশ। নতুন উদ্যমে জেগে ওঠে উপস্থিত দর্শক। আইয়ুব বাচ্চুর ভরাট কণ্ঠ আর গিটারের গায়ে ছুটে চলা নিপুণ হাতের কারুকাজে একসময় বাজে রাত ১১টা।
এবার ঘরমুখো হওয়ার পালা। 'এ ক্যাম্পাস যখন ডাকবে তখনই সাড়া দেব'_ প্রতিশ্রুতি দিয়ে বিদায় নেন প্রিয় শিল্পী। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক ছিল প্রাণ ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি।
তাছাড়া অনুষ্ঠানে নোঙর কে বিশ্ববিদ্যালয় সহযোগিতা করে বিএনসিসি,স্কাউট সহ অন্যান্য সংগঠন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।