ভালো ..তবে কালো
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, আমরা প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। খবর ইয়াহু অনলাইনের।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মানুষের প্রিয় হাসিটি সবসময় হয় স্বতস্ফূর্ত এবং প্রাণবন্ত আসল হাসি এবং সে হাসিতে ভোকাল কর্ডের ব্যবহার থাকতে হয়। আর এমন হাসি যদি কোনো নারী দেয় তবে সেটি আরো প্রিয় হয়। অন্যদিকে, মুখ টিপে হাসা বা মিন-মিন করে হাসা যা ভালো অনুভতির পরিপন্থি।
জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, গবেষণায় দেখা গেছে, অল্প বয়স থেকেই প্রাণবন্ত হাসির শব্দ আমাদের ভালোলাগার অনুভ‚তির ইতিবাচক দিকটি যোগ করে এবং সেই খুশির শব্দটি আমাদের আরও খুশি করে তোলে।
গবেষক মিকায়েল ওরেন জানিয়েছেন, হাসির শব্দ সামাজিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক মৌলিক ভিত্তি তৈরি করতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।