আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনা ম্যাডাম খালেদা ম্যাডাম

নাজমুল ইসলাম মকবুল

নাজমুল ইসলাম মকবুল হাসিনা আপা খালেদা আপা কিংবা কারো চাচি দু'জন মিলে বলুন আমরা কেমন করে বাঁচি। একজন যদি বলেন চিরতা অন্যজনে মধু দেশটা পাইছেন দুনুজনে যেন বাংলাকদু। যেমন খুশি তেমন নাচান আপনারা দুইজনে শিল পাটার ওই ঘষাঘষি চলছে সর্বক্ষনে। জোর যার মুল্লুক তার চলছে এমন খেলা বড় বড় নেতা পুষেন সন্ত্রাসী আর চেলা। ছোট বড় নেই ভেদাভেদ নেই যে লজ্জা শরম আচার বিচার পরওয়া নেহি ডান্ডা যাহার গরম। দেশটা যেন মগের মুলুক নুনের দামে খুন ইভটিজিংয়ের বলি হচ্ছে অনেক মা ভাই বোন। আর কতকাল খেলবে দুজন আজব রঙের খেল বিনা দুষে অনেক মানুষ কাটছে সাধের জেল। দেশটা মোদের সামনে বাড়–ক আসুক শুভক্ষণ কাইজ্যা ছেড়ে দুনু ম্যাডাম দেশ সেবায় দেন মন।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.