I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself. টিভি-তে টকশো জমছে দারুণ, হল্লাচিল্লা মারামারি
কে বলে আর কে শোনে কথা, সত্যি-মিথ্যের ফুলঝুরি।
বিবেক বিকোলো রাজনীতির হাটে, মানুষ যুঝছে গোলকধাঁধায়
কে যে পুতুল আর কার হাতে ঘুঁটি সরলমনে বোঝাটা দায়।
দেশের দোসর পাই কোথা আজ, ইন্দোপাকেই ঘুরছি বেশ।
মুসলিম মানে জামাতের ভাই, হিন্দু মানেই ভারত-দেশ।
ধর্ম বর্মে ভুলেছি জন্ম, মাটি গেলো তলে, মাতাও নাই।
বিভেদ বাড়িয়ে চিৎকার করি “তুমি কোন দলে, প্রমাণ চাই”।
দশের লাঠি, একের বোঝা। বাঙ্গালীরা ক্যান আলাদা বল্?
বিশ্বাস গ্যাছে ক্ষয়ে, তেড়ে আসে ওঁতপেতে থাকা হায়েনা দল।
সময় যায়নি, এক হও সবে, জোরেশোরে বলো “আছি সবাই। ”
দেশমাতা এই বাংলাদেশে, রাজাকারের বীজ উপড়ানো চাই।
ওরা আজ শুধু ছড়াবে বিষ, এটাসেটা বলে ঘুরাবে মন
আমরা কেবল দেশপ্রেম বুঝি, বাংলাদেশের লক্ষজন।
রক্ত দিয়েছি আরও দেবো বলে বাংলার মাটি করিব সাফ।
শহীদের কসম, দেশদ্রোহী এই রাজাকারদের হবেনা মাফ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।