আমি ছবি আঁকতে ভালবাসি
টানা নয় দিন ছুটি কাটাবার পর আজ অফিসে আসলাম। কিছুটা ব্যস্ততা আবার কিছুটা অবসর। ভালই লাগছে। ঈদের আমেজ চারিদিকে। সবাই কোলাকোলি করছে।
ঈদ মোবারক বলছে। গরু কত হয়েছে জিজ্ঞেস করছে।
সবাই এক যোগে ডিজিএম স্যারের রূমে গিয়ে স্যারের সাথে কোলাকোলি শুরু করল। আমি ও গেলাম। গিয়ে দেখলাম স্যার শুধু একপাশে একবার কোলাকোলি করে।
ব্যাপারটা অদ্ভুত দেখালেও জানলাম ঘাড়ের সাথে একবার লাগানোই নাকি কোলাকোলির নিয়ম। তিনবার চারবার বুক লাগানোর কোন মানে নেই। এত বয়সে এসে কোলাকোলির এই অদ্ভুত নিয়ম জেনে অবাক হলাম। ভাবতে লাগলাম, ধর্মীয় অনেক আচার আচরন ই আমাদের অনেকেরই অজানা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।