ন্যশানাল জিওগ্রাফির পক্ষ থেকে আয়োজিত ফটো কন্টেস্টের জন্য আপনি আপনার তোলা ফটো পাঠান। এখানে ফটো পাঠানোর জন্য ৩টি বিভাগ আছে (People, Places and Nature)। প্রতিযোগীতায় ফটো পাঠানোর জন্য আপনাকে ছবির ক্যাপশন, লোকেশন, কবে তোলা এবং ছবির বিষয়ে অল্পকথায় লিখতে হবে।
এই প্রতিযোগীতা আরম্ভ হয়েছে ১ সেপ্টেম্বর থেকে চলবে ৩০শে নভেম্বর ২০১০ সকাল ৯টা(ইউ এস টাইম) পর্যন্ত। তবে ছবি পাঠানোর অনেক নিয়ম কানুন আছে আমি অল্প কথায় কিছু জানাচ্ছি- অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া কোন ছবি পাঠান যাবে না।
একমাত্র ডিজিটাল ফরম্যাটেই ফটো পাঠাতে হবে। ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি গন্য হবে না। দু বছরের পুরোন ছবি হলে রেজিশট্রেশন করতে পরবেন না।
আপনার ছবি রেজিস্ট্রেশন করাতে অথবা আরো বিশদ ভাবে জানতে এই খানে গুতা মারেন।
পুরস্কারের মোট অর্থমুল্য ১০,০০০ ইউ এস ডলার, আর রেজিস্ট্রেশন ফি ২৫ ডলার প্রতি ফটো।
ছবি গুলা আমার কাছে এত ভালো লাগলো যে কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না।
এই ছবিগুলা আমার স্পেশাল লেগেছে-
আর যদি আরও কিছু ছবি দেখার ইচ্ছা থাকে তা হলে এখানে গুতান, এখানে ছবির ডিটেইলসও পাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।