আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের কাজ সময়ে



ঘুম থেকে উঠতে যাদের দেরী হয় সব কাজে তাদের দেরী হওয়ার কথা-কিন্তু বাস্তবে তা' হয় না। কাজ বেছে, সর্টকার্ট করে অনেকে কাজ ম্যানেজ করে নিতে পারেন। আর অনেকে তাও পারেন না। নিয়ম মতো সব মেনে যারা চলতে চান তাদের দেরী হতেই থাকে। মন খারাপ হয়ে যায় বিশেষ কোন কাজে পিছিয়ে পড়লে যেটা সময়নির্ভর।

জুম্মাবারে যারা দৌড়াদৌড়ি করে নামাজে যান তাদের দেখলে মনে হয়। অনেকে বাজারে যাওয়া, যাচ্ছি, যাবো করে। অলসতা, টাকার সাশ্রয়, কমতি। আমার মনে হয় রান্না খাবার তো আছে- আচ্ছা রান্না করবো 'খন। ফ্রিজের গুলি শেষ করি এভাবে চলতে থাকে।

জীবনের শুরু থেকে যদি সময়ের কাজ সময়ে করতে পারতাম--- হয়তো জীবন হতো আরো অন্যরকম। তা' নাহয় হলো! এখন থেকে সময়ের কাজ সময়ে করি। কিন্তু......., এই 'কিন্তু' নিয়েই সমস্যা। চেষ্টা করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।