আমাদের কথা খুঁজে নিন

   

সিটখালি আসতে হয়!!!!!

ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই।

গতকাল ফরিদপুর গিয়েছিলাম। ঈদের পরেরদিন, ভেবেছিলাম ভির কম হবে। গাবতলী গিয়ে দেখলাম প্রচন্ড ভির। জাকের পরিবহনের কাউন্টারে টিকেট কাটলাম, ২৫০টাকা নিল।

বললাব, ভাড়াতো ১৪০টাকা। কাঊন্টার থেকে বল্লো, আসার পথে খালি আসতে হয়, তাই বারতি ভাড়া। অগত্যা ২৫০টাকা দিয়েই টিকেট নিতে হলো। বাসে উঠে দেখলাম, সিট কাপাসিটির অতিরিক্ত লোক উঠিয়েছে। সারে ৯টার গাড়ি ছাড়ল ১০টায়।

আমিন বাজারে কতগুলি ট্রাক রাস্তার মাঝে রেখে চামড়া লোড করছে, যার কারনে পুরা গাবতলী জ্যাম। জ্যাম ঠেলে নবীনগর পৌছালে আরো লোক উঠালো। বিকালে কাজ সেরে ফিরার জন্য আজমেরি পরিবহনের টিকেট কিনলাম। ১৪০টাকা নিলো। কনো সিট খালি দেখলাম না।

আসার পথে খালি আসতে হয়- এই খোঁড়া যুক্তিতে পরিবহন মালিকরা আর কত জুলুম করবে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.