আমাদের কথা খুঁজে নিন

   

গড হ্যাভ ইউ গন ক্রেজি..???

আমি অনেক কিছু জানতে ও শিখতে চাই

এক আমেরিকান...ওহ মাই গড..! কথা প্রসঙ্গে প্রায়ই হয়তো বলে থাকে কিন্তু ঈশ্বর নিয়ে তার কোন মাথা ব্যাথা নেই। তবে সে নিয়মিত প্রতি রবিবারে চার্চে যায়। হয়তো প্রার্থনা উদ্দেশ্যে নিয়ে সবার সাথে গেটটুগেদারের জন্য। এমনই এক রবিবারে চার্চ থেকে বাসায় ফিরছে...পাহাড়ী আঁকাবাঁকা রাস্তা...যেতে যেতে চিন্তা করছে ফাদারের কথা ¯স্রষ্ট্রার কাছে আন্তরিক বিশ্বাস নিয়ে কিছু চাইলে তা পাওয়া যায়...আমরা ¯স্রষ্ট্রার কাছ হতে এসেছি তার কাছেই ফিরে যাবো...তিনিই জীবন ও মৃত্যুর মালিক...ধনী গরিব সবাই তার সৃষ্টি...দানের মহিমা...আসলেই কি তাই...?? একদিন কিছু একটা চেয়ে দেখতে হবে...কিন্তু আন্তরিকভাবে বিশ্বাস নিয়ে...? কিন্তু এই আন্তরিক বিশ্বাস ব্যাপারটা কি..? ভাবতে ভাবতে সে গাড়ি চালাচ্ছে...পাহাড়ী রাস্তার মোড় ঘুরতেই এক পাল মেষ...পাশ কাটাতে গিয়ে গাড়ী খাদে...কয়েক সেকেন্ডে ভিতরে সে আবিষ্কার করল গাড়ীটির পেট্রোল ট্রান্ক এর বুম শব্দে ফাটার আওয়াজ.... নিজেকে দেখতে পেল গাছের একটি শেকড়ে পা জড়িয়ে ঝুলন্ত অবস্থায়...ভয়ে আত্মা কাঠখড়...খুব দ্রুতই সে রিএ্যাক্ট করল হাত দিয়ে শেষ ভরসা শিকড়টি ধরতে গেল...ধরতে পারল কিন্তু পিছলে নেমে গেল ১৫/২০ হাত...ভয়ে ভয়ে নিচের খাদে তার জ্বলন্ত গাড়ীটি দেখল...এর মধ্যেই মনে পড়ল ফাদারের কথা... ... ... আন্তরিক বিশ্বাস নিয়ে কিছু চাইলে পাওয়া যায়... ...জীবনে সম্ভবত প্রথম বারের মতো সে প্রার্থনা করল হে গড... ... --ফাদারের কথা যদি সত্যি হয় তবে আমায় সাহায্য করো...আমি আন্তরিক বিশ্বাস নিয়ে তোমার সাহায্য চাইছি...এবার আমার জীবন বাঁচাও আমি প্রতিজ্ঞা করছি আমি আন্তরিক বিশ্বাস নিয়ে ধর্মাচার করবো...আমার সম্পদ অসহায় বঞ্চিতদের দান করবো”... বারবার এই প্রাথর্না করতে লাগলো সে...হঠাৎ শুনতে পেল এক গায়েবী আওয়াজ ---তুমি যা প্রতিজ্ঞা করছো সত্যিই তা করবে তো..? একটু ভয় পেলেও সে উত্তর দিল... --হ্যাঁ আমি প্রতিজ্ঞা করছি, হে প্রভু তুমিই যদি জীবন ও মৃত্যুর মালিক হও তাহলে আমাকে বাচাঁও, তুমি যা বলবে আমি নির্দ্ধিধায় তাই করবো -- সত্যিই তাই করবে তো..? -- হ্যাঁ, তাই করবো আমাকে বাঁচাও। -- তুমি বাঁচতে চাও..? -- হ্যাঁ, আমাকে বাঁচাও। -- তাহলে তুমি যে শিকড়টি ধরে ঝুলে আছো তা ছেড়ে দাও। এই কথার উত্তরে লোকটি চিৎকার করে বলে উঠলো...গড হ্যাভ ইউ গন ক্রেজি..??? পাহাড়ে পাহাড়ে তার শেষ কথাটির প্রতিধ্বনি উঠতে লাগলে...... গন ক্রেজি..???? ...... গন ক্রেজি..??? ...ক্রেজি..?? ... ক্রেজি..? ...ক্রেজি.... {আমার আপকামিং সিরিজ পোস্টের উপক্রমানিকা (শুধুই গল্প..)}

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।