আমি পেশায় একজন স্পীচ থেরাপিষ্ট কিন্তু ব্লগ পড়া আমার নেশা। আর একটা নেশা আছে সেটা হল মুক্তিযুদ্ধের আসল ইতিহাস প্রতিটা মানুষের কাছে পৌছে দেয়া। আমি সে চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি। আমি কোন ভালো লেখক নই কিন্তু আমি একজন ভালো পাঠক। এক মহিলা আরেক মহিলাকে বলছে “ আমার
গতরাত আমার অনেক ভালো কেটেছে, তোমার
কি খবর?”
ওই মহিলা জবাব দিল “খুব খারাপ! আমার স্বামী অফিস থেকে বাসায় ফিরে ৫ মিনিটের মাঝে ডিনার খেয়ে ২ মিনিটের মাঝে ঘুমিয়ে পড়েছে।
আমার কিছু করারইছিল না। তুমি কি কি করলে?”
মহিলা ১: “অসাধারণ! আমার স্বামী অফিস থেকে ফিরে আমাকে বাইরে নিয়ে গেলো ডিনার
করাতে। ডিনারের পর আমরা আধা ঘণ্টা হাঁটলাম, এরপর বাসায় ফিরার পর সে সারা বাসায় মোমবাতি জ্বালাল। পুরো স্বপ্নের মতো!!”
একই সময়ে তাদের ২ স্বামীও গল্প করছে।
স্বামী ১: “গতকাল সন্ধ্যা তোমার কেমন
কাটল?”
স্বামী ২: “খুবই ভালো।
আমি অফিস থেকে বাসায় গিয়ে দেখলাম যে ডিনার টেবিলে।
আমি খেয়ে সাথে সাথে আরাম করে একটা ঘুম দিলাম। তোমার কি অবস্থা?”
স্বামী ১: “জঘন্য!! আমি অফিস থেকে বাসায় ফিরে দেখি রান্না হয় নি কারণ গ্যাসের বিল দিতে ভুলে গিয়েছিলাম তাইগ্যাসের লাইন
কাটা। আমি তখন
স্ত্রীকে কে নিয়ে ডিনার করতে গেলাম বাইরে।
ডিনারে এতো টাকা খরচ হল
যে আমার কাছে বাসায় ফিরার ভাড়াও ছিল
না।
হেঁটে হেঁটে বাসায় ফিরতে হল। বাসায়
ফিরে দেখলাম কারেন্ট নাই,
কোথায় কোন
বিদ্যুতের কেন্দ্রে ঝামেলা হয়েছে; কারেন্ট
আর আসবে না। তাই মোমবাতি জ্বালানো লাগলো সারা বাসায়!!’
.
কালেক্টেড••• ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।