আমাদের কথা খুঁজে নিন

   

ওপেস্ট ঈদ সংখা ডাওলোড করুন ।(৯২৮ কিলোবাইট)

হ্নীলার বাঁধন

সুপ্রিয়, আস্সালামু আলাইকুম ওরাহমাতুল−াহ্ শুরুতেই মহান আল্লাহর প্রশংসা করছি যিনি এ সংখ্যাটি শেষ করার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই সকল লেখককে যারা লেখা পাঠিয়েছেন। বিশেষ করে শ্রদ্ধেয় আজমান আব্দালিব ভাইয়া যে আমাদের জন্য একটা লেখা পাঠাবেন এটা কখনও ভাবিনি, ধন্যবাদ তাকে। প্রিয় কবি মনিরা চৌধুরী দীর্ঘদিন যাবৎ অসুস্থ! তার লেখা কবিতা থেকে নিজে পছন্দ করে আমাদের জন্য দু’টি কবিতাও পাঠিয়েছেন! কোন ম্যাগাজিন কাউকে উৎসর্গ করা যায় কিনা আমার জানা নেই, তবে আমি মনিরা চৌধুরীকে উৎসর্গ করছি ওপেস্ট কুরবানী সংখ্যাটি। এ ম্যাগাজিনটি তৈরিতে আমাকে যথেষ্ট সহযোগীতা করেছেন- হ্নীলার বাঁধন, সাঈদ বীন হাবীব, তারেক হাসান।

ধন্যবাদ তাদেরকে। এছাড়াও যারা উৎসাহ দিয়েছেন- কবি বাবুল হোসেইন, এ. রহমান, গ্রাম্যে পোলা সহ সবাইকে শুভেচ্ছা। অনেকের স্বতঃস্পূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এটি আমার জাতীয় প্রর্যায়ে প্রথম ম্যাগাজিন। এর আগে আমি দুষ্টুমির ছলে কত্ত কিছু করেছি তার ইয়ত্তা নেই।

কম সময় পাওয়াতে কিংবা প্রথম কাজ হিসেবে ভুল ক্রুটি থাকতেই পারে। তাছাড়া ম্যাগাজিনটি তৈরি করার জন্য খুবই কম সময় পেয়েছি। তারপরও যেটুকু তৈরি করতে পেরেছি তার জন্য মহান আল−াহর শুকরিয়া আদায় করছি। আশা করি সকলে আমাদের ভুল গুলি ধরিয়ে দেবেন যেন আমরা পরবর্তীতে এই ভুল ক্রুটি গুলি শুধরিয়ে নিতে পারি। ঈদের আনন্দের মতই উজ্জীবিত হোক সবার জীবন, এই শুভ কামনায়, ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে- জ. রহমান পক্ষে হ্নীলার বাঁধন । View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।