আমি একজন বাংলাদেশী
অনেক সময় রাস্তায় চলার সময় দেখি ছোট ছোট নির্দেশাবলী থাকে। যেমনঃ সামনে হাসপাতাল হর্ন বাজানো নিষেধ। ধীরে চলুন সামনে স্কুল ইত্যাদি। আমি হাসনাবাদের বাসিন্দা। হাসনাবাদ হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ প্রজেক্টের একটি এলাকা।
আমাদের এলাকায় একটাই হাসপাতাল নাম হচ্ছে 'হাসনাবাদ জেনারেল হাসপাতাল প্রাঃ লিমিটেড। হাসপাতালটি একেবারে এলাকার প্রবেশমুখে এবং বাংলাদেশ চীন মৈত্রী সেতু-১ এর দক্ষিন পাশে দক্ষিন কেরানীগঞ্জে অবস্থিত এবং তিন রাস্তার মুখে। রাস্তাটি খুবই ব্যস্ত একটি রাস্তা সারাক্ষনই ট্রাক ও সিএনজি জোরে জোরে হর্ন বাজিয়ে চলে যায়। কেন যেন 'সামনে হাসপাতাল হর্ন বাজানো নিষেধ এমন কোন সাইন বোর্ড এখানে নাই। আমার কাছে এটা মোটামুটি ভয়াবহ ব্যাপার নয় কারন এই হাসপাতালের পাশে দিয়ে শুধু যে গাড়ী হর্ন বাজিয়ে যায় তা নয় এখানে বছরে দুই তিনবার আয়োজন করা হয় বিরাট ওয়াজ মাহফিল যাতে ওয়াজ করেন দেশ বরেণ্য ওলামা মাশায়েখগন।
যে সকল ওলামা মাশায়েখ গন ঐ হাসপাতালের পাশে মঞ্চে উপবিষ্ট হয়ে ধর্মের ভাল ভাল কথা শোনান তারা কি জানেনা যে মাইকের আওয়াজে হাসপাতালের রোগীদের সমস্যা হয় কিনা ?
তারপর এখানে বছরে বেশ কয়েকবার আয়োজন করা হয় কনসার্টের যেখানে আমাদের উঠতি ব্যান্ড ও ডিজে শিল্পিদের পাশাপাশি গান গায় মমতাজ, এন্ড্রু কিশোরদের মত নামীদামি শিল্পিরা তারাও কি জানেনা যে তাদের এই আনন্দ হাসপাতালের রোগীদের সমস্যা হয় কিনা ?
সবচেয়ে বড় কথা গত তিন বছর ধরে এখানে ইজারা দেয়া হচ্ছে কোরবানীর পশুর হাট এবং হাসপাতালের একেবারে গেটের সামনে করা হয় ১ নং কাউন্টার যেখান থেকে সারাদিন রাত ২৪ ঘন্টা হাট হাট হাট এক বিরাট গরু ছাগলের হাট, ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষন করে বলছি ইত্যাদি বলে চিৎকার করা হয়। আমার বোধগম্য হয়না যে এখানে যারা ইজারা দেন বা নেন তারা একটুও কি চিন্তা করেন না যে হাসপাতালের রোগীদের সমস্যা হবে কিনা ?
আমি আপনাদের কাছে আমার এলাকার একটি সমস্যা তুলে ধরলাম এবং আশা করি এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত দেবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।