বন্ধ জানালা, খোলা কপাট !
খালেদাবু !
হাসিনা আমার নাম হইলেও আমি যে হাসি না, তা কিন্তু না ! টিভিতে আমার হাস্যোজ্জ্বল খোমাতো দেখনই । এখনও হাসছি, ভালো লাগার হাসি । আপনারে লেখতে বইসা ভাল্লাগতেছে !
সেইদিন জি সিনেমায় (আমগো জয় এর বাপ ওয়াজেদ মিয়া অনেক আগেই জনগণরে জানায়া গেছে আমি জি সিনেমার ভক্ত, জানেনইতো)একটা মুভি দেখলাম, - 'পিয়ার কিয়াতো ডরনা কিয়া' ! পোলাপাইনের ব্যাপার -স্যাপার ! আমগো কি আর সেইদিন আছে ! তয়, হঠাৎই মনে ভাবনার উদ্রেক হইলো, পিয়ার কি খালি নারী-পুরুষে ! আমাতে- আপনাতেওতো পিয়ার হইতে পারে ! আলবৎ পারে ! আপনার জন্য যে, আমার দিলে পিয়ারভাব পয়দা হইছে, এইটা জানায়তেও আমি ডরামু না !
আমাতে -আপনাতে অনেক মিল, আমরা দু'জনই স্বামীহারা, দু'জনই বড় দু'দলের নেত্রী, দু'জনই একাধিকবার দেশের প্রধানমন্ত্রী, সবচে' বড় মিল, আমরা দু'জনই দু'জনার শাড়ি টানাটানি করতে ভালোবাসি !
কুরবান আসছে, আমিতো দেশের লাইগা আগেই কুরবান হয়া গেছি, জানেন ! আইসা দেইখা যায়েন, দাওয়াত রইলো ! আপনেও যেন কুরবান হয়তে পারেন, এই শুভ কামনায়-- ঈদ মোবারক !
(বর্তমান প্রধানমন্ত্রী আপনেরে কোন কিছুতেই ডাকেনা, এই বদনাম কইরেন না য্যান আর ! )
...............................
হাসিনা বু'জি !
গরু মেরে জুতাদান--এইরম কথা বাংলাভাষায় আছে ! আপনে সেইটারেও ছাড়ায়া গেছেন ! আপনেতো জুতা মাইরা গরুদান করতেছেন ! 'পিয়ারভাবের' নমুনা সেদিন বিটিভিও দেখাইলো ! তয়, দুজনই 'স্বামীহারা' কথাটা কয়া মনটা আদ্র কইরা দিলেন ! বিধবার দুঃখ বিধবা বুঝবেনাতো, কে বুঝবে ! ওয়াজেদ মিয়া লোক ভালো আছিলো ! আফসোস ; তার বউ ভাগ্যটা ভালো ছিলোনা !
তোমার ঘরে লাগছে ঈদ
আমার চোখে নাইকো নিদ !
দেশের লাইগা কুরবান আমিও কি হই নাই ! আমরা দুইজনই কি দেশ জনগণের লাইগা জান কুরবান করার রাজনীতি করিনা ! এইটাওতো আমগো বড়ো মিল !
শাড়ি টানাটানির খেলাটা খারাপ না, তয়, এই বয়সে নাঙ্গা হইতে আর ভাল্লাগেনা ! আসেন আমরা ভালা হয়া যাই ! ঈদ মোবারক !
(লোকজন বলে আমার বয়স আপনের চেয়েও কম হবে ; দেখেন না, কেমন মাঞ্জা মাইরা থাকি ! তুমি কইরা বইলেন )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।