আমাদের কথা খুঁজে নিন

   

পিপড়া নাকি মুরগী খায়

কামরুল হাসান

মেসে থাকা যে কি কষ্টের এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। রান্না বান্না করা রুম মেট দের সাথে তাল মিলিয়ে চলা আরও কত কি। এইটা ওই খানে রাখ, সেইটা করনাই কেন ? আরও কত কি। সাধারণত আমি রাতের বেলাতে রান্না ঘরে বসে পড়াশোনা/কাজ/ইমেলিং করি যাতে রুম্মেটের ঘুমের সমস্যা না হয়। আর সে জন্যই ডাইনিং টেবিল এ বসি। যেহেতু টেবিলে বসি, অন্য কাউরো যদি কনো রান্না বান্না টেবিলের উপরে থাকে... সেই গুলো তাদের ডেস্কে সরিয়ে রেখে দেই। তো বরাবরে মতন আজ ও রাখলাম। পরিপ্রেক্ষিতে আজ শুনতে হল, "ওই খানে পিপড়া বেশি। তরকারিতে উঠে যাবে" আমি মনে করলাম না জানি কি মিষ্টি জাতীয় জিনিষ আছে। পরে দেখি "মুরগী" ... কি আর করা, ভুল তো আমিই করছি তরকারি টা টেবিল থেকে সরাইছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।