আমাদের কথা খুঁজে নিন

   

কোহিমা ঘুরে মাও পেরিয়ে ইম্ফল থেকে

চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি

এখন মণিপুরে, ইম্ফলের হোটেলের ঘরে বসে লিখছি। এলাম নাগাল্যাণ্ড এর কোহিমা আর সীমান্তের মাও বলে একটা অসাধারণ গ্রাম ঘুরে। সন্ধ্যা থেকে নিষ্প্রদীপ সেই মাও নামের গ্রাম। তার আগে খানিক হালকা বৃষ্টি ভেজা বিকেলে নির্জন রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, চারপাশে সবুজে ডুবে থাকা পাহাড়ের গা ঘেঁষে, তীরতীরে শীতল হাওয়ায় দুবে যাচ্ছিল সারা শরীর মন। লোকে একেই নাকি লণ্ডন ওয়েদার বলে থাকে, কলোনিয়াল হ্যাং ওভার থেকেই বোধকরি।

যাইহোক আজ সকালে মাও থেকে মণিপুর আসতে বেশ বেগ পেতে হয়েছে। আমাদের গ্রামের নীচেই ছিল মেঘের রাশি। তারা যে বারিপাত ঘটিয়েছে NH39 তাতে বেশ বিপর্যস্ত হয়। প্রসঙ্গত বলার মাও গ্রাম হলো উত্তর পূর্ব জুড়ে থাকা এই রাস্তার সর্বোচ্চ শীর্ষ। রাস্তায় আসার সময় দেখা গেল রাস্তা বন্ধ।

উত্তর পূর্বের চেনা সমস্যা ল্যাণ্ড স্লাইড। একের পর এক ট্রাকের সারি পেরিয়ে আমাদের গাড়ি সামনে এগিয়ে যেখানে থমকালো অকুস্থল তার নিকটেই ছিল। গিয়ে দেখলাম ল্যাণ্ড স্লাইডে রাস্তার অংশমাত্র টিকে আছে। বাকী সব গেছে। আর টিকে রাস্তায় বসে গেছে একটি ফুল লোডেড ট্রাক।

সেনাবাহিনী চেষ্টা করছে রাস্তা সারানোর। কিন্তু বৃথা চেষ্টার পর বুঝলাম আজ আর গাড়ি নড়বে না। দ্রুত সিদ্ধান্ত নিয়ে মালপত্র কাঁধে নিয়ে ওই মারাত্মক রাস্তা প্রাণ(বলা যায় পা) হাতে করে পাড়ি দিয়ে স্লাইডের অপর প্রান্তে পৌঁছে গাড়ি ধরে এলাম ইম্ফল উপত্যকায়। হোটেলে পৌঁছে খেয়ে দেয়ে এখন লিখছি, আর ঘুম চোখে নেমে আসতে চাইছে সব বাধা পেরিয়ে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.