কিছু পেতে হলে কিছু হারাতে হয়
১. আমার কাছে chating part, Facebook এর সবচেয়ে বিরক্তিকর অংশ বলে মনে হয়। যেমনঃ
a. Chat এ offline e থাকলে কে কে online এ আছে তা দেখা যায় না। সবচেয়ে সহজ সমাধান online now(facebook application) ব্যবহার করা।
b. Facebook এ login থাকা অবস্থায় অনেকে chat এ offline থাকে। এদের বের করার উপায় ব্লগার বন্ধুদের জানা থাকলে একটু জানাবেন।
২. কেউ যদি আপনাকে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে / প্রোফাইল ডিএক্টিভেট করে / ফ্রেন্ড রিকুয়েষ্ট একসেপ্ট না করে / ফ্রেন্ড রিকুয়েষ্ট পেন্ডিং রাখে , স্বাভাবিক ভাবে আপনি কোনো নটিফিকেশ্ন পাবেন না। তবে unfriend finder নামের extention টি add করলে নটিফিকেশ্ন পাবেন।
৩. কারো সাথে chat করার পর, যদি chatbox ক্লোস করে দেন, এবং সে যদি অফলাইনে চলে যায়, তাহলে পরবর্তীতে সেই chatbox আর ফেরত পাওয়া যায় না। chatbox পুনরায় ফেরত পেতে নিচের জাভাস্ক্রিপ্ট কোডটি এড্রেসবারে দিন।
buddyList.itemOnClick(1000007035);
1000007035 হচ্ছে আপনার বন্ধুর আইডি।
আপনার বন্ধুর প্রোফাইল এ গিয়ে এটি সংগ্রহ করুন।
তবে সমস্যা হচ্চে অনেকদিন আগের chatbox চাইলে , পাওয়া যাবে না। কারণ Facebook কিছুদিন পরে পরে chatbox রিফ্রেস করে।
৪. Facebook এর সবগুলো ইমোশন দেওয়া হল :
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।