আমাদের কথা খুঁজে নিন

   

নযা় পল্টনে ইট-পাটকেল ও কাঁদানে গ্যাস

good

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোযে়ন্টিফোর ডটকম)- রাজধানীর নযা় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালযে়র সামনে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘাত হযে়ছে। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোযে়ন্টিফোর ডটকম এর সুমন মাহমুদ জানান, রোববার সকাল সোযা় ১০টার দিকে দলীয় কার্যালযে়র সামনের রাস্তায় বিএনপির নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করছিলো। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এ নিযে় কথা কাটাকাটির এক পর্যাযে় পুলিশ তাদেরকে লাঠিপেটা করে। বিক্ষুব্ধ কর্মীরা তখন পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ সময় পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। তখন কেন্দ্রীয় কার্যালযে়র আশপাশে অলিগলিতে অবস্থান নেয় বিএনপির অনেক কর্মী। এ সময় বিএনপির কার্যালযে়র কাছে পুলিশের জলকামানের একটি গাডি় আনা হয়। উত্তেজিত কর্মীরা জলকামানের গাডি় লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তারপর বিএনপির কেন্দ্রীয় কযে়কজন নেতা সেখানে এসে কর্মীদের শান্ত হতে বলেন।

এরপর বেলা পৌনে ১১টার দিকে বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, স্থানী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা সেখানে মিছিল বের করে। মিছিলটি জলকামানের গাডি়র সামনে গেলে পুলিশ তাদের আটকে দেয়। এক পর্যাযে় পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিযে় সামনের দিযে় এগিযে় যায় তারা। পরে দলীয় কার্যালযে়র সামনে এসে মিছিল শেষ হয়। এ পর্যাযে় ঢাকার মেয়র ও বিএনপির সহ-সভাপতি সাদেক হোসেন খোকার নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালযে়র সামনে পৌঁছায়।

এর আগে জলকামানের গাডি়টি সরিযে় নেয় পুলিশ। দলের চেযা়রপারসন খালেদা জিযা়কে ঢাকা সেনানিবাসের বাডি় থেকে 'উৎখাতের' প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা এ হরতাল পালন করছে বিএনপি। বিডিনিউজ টোযে়ন্টিফোর ডটকম/এসএম/এজে/কেএমএস/১০৫৬ ঘ.ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোযে়ন্টিফোর ডটকম)- রাজধানীর নযা় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালযে়র সামনে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘাত হযে়ছে। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোযে়ন্টিফোর ডটকম এর সুমন মাহমুদ জানান, রোববার সকাল সোযা় ১০টার দিকে দলীয় কার্যালযে়র সামনের রাস্তায় বিএনপির নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করছিলো। এ সময় পুলিশ তাদের বাধা দেয়।

এ নিযে় কথা কাটাকাটির এক পর্যাযে় পুলিশ তাদেরকে লাঠিপেটা করে। বিক্ষুব্ধ কর্মীরা তখন পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। তখন কেন্দ্রীয় কার্যালযে়র আশপাশে অলিগলিতে অবস্থান নেয় বিএনপির অনেক কর্মী। এ সময় বিএনপির কার্যালযে়র কাছে পুলিশের জলকামানের একটি গাডি় আনা হয়।

উত্তেজিত কর্মীরা জলকামানের গাডি় লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তারপর বিএনপির কেন্দ্রীয় কযে়কজন নেতা সেখানে এসে কর্মীদের শান্ত হতে বলেন। এরপর বেলা পৌনে ১১টার দিকে বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, স্থানী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা সেখানে মিছিল বের করে। মিছিলটি জলকামানের গাডি়র সামনে গেলে পুলিশ তাদের আটকে দেয়। এক পর্যাযে় পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিযে় সামনের দিযে় এগিযে় যায় তারা।

পরে দলীয় কার্যালযে়র সামনে এসে মিছিল শেষ হয়। এ পর্যাযে় ঢাকার মেয়র ও বিএনপির সহ-সভাপতি সাদেক হোসেন খোকার নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালযে়র সামনে পৌঁছায়। এর আগে জলকামানের গাডি়টি সরিযে় নেয় পুলিশ। দলের চেযা়রপারসন খালেদা জিযা়কে ঢাকা সেনানিবাসের বাডি় থেকে 'উৎখাতের' প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা এ হরতাল পালন করছে বিএনপি। বিডিনিউজ টোযে়ন্টিফোর ডটকম/এসএম/এজে/কেএমএস/১০৫৬ ঘ.


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.