আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম আহবান ..ছন্দহীন ছন্দ

একটি কালো কোকিল ডাকছিল বসন্তের শেষদিকে কদমবৃক্ষ শাখে ভেবেছিলাম এই ভ্যাপসা গরমে বৃথা চেষ্টা তার। বসন্তের শেষ! কালবৈশাখি ঝড় আসল বলে! এমন অসময়ে কেউ কি সঙ্গি পায়? বোকা কোকিল প্রেমে পড়ে মাথা খেয়েছে! কোকিলের ক্রমাগত ডাকে আমাকে অবাক করে দিয়ে চৈত্রের দাব দাহে! পোড়া হাওয়ায় একটি কোকিলার আগমন হলো। আমি চেয়েই থাকলাম বিস্ময়ে কোকিলের সে কি আনন্দ নাচন আরো মধুর সুরে তীব্র আবেদন। তারপর তারা উড়ে গেল দূর গাছটায় আমার চোখের আড়ালে প্রেমের খেলা খেলবে তাই! কোকিলার এত প্রেম এত মায়া তার মনে প্রেমিক জনে কোকিলের প্রেম আহবানে কোথা থেকে আসল ছোটে প্রাণের টানে। প্রাণ কোকিলা থাকছো দূরে ,চুপটি করে, দূরে কোথায় ? অনেক দূরে! আমি যে আজ ডাকছি তোরে ,চাচ্ছি তোরে, পাচ্ছি নারে ,আপন করে! ছুটে আয় মোর হৃদয় পানে,হিয়ার টানে, প্রেমের গানে, আনমনে; দোসর হয়ে ফুলের বনে,মধুর গানে , প্রাণে মনে ,নিকুঞ্জবনে আমার সনে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.