আমাদের কথা খুঁজে নিন

   

মাথাডা বিলা বিলা লাগে

পরাঞ্জয়ী...

রাত হয় , সকাল হবার জন্যই। সকাল হয় জ্যাম বাধানোর জন্য। আমি খুবই টেনশিত আগামী ২-৩ বছরের মধ্যে ঢাকা শহরে সকালে বাজার করতে বেরিয়ে দুপূরের রান্না সম্ভব কি না, তবে ডীনার করা যাবে (ডোন্টো ওরি । তার মধ্যে আছে বাড়তি খরচ। দোকানদারদের মেজাজও চড়া।

মাঝে মাঝে একফালি মাছ, এক চিমটি জিরা এক চিমটি লবন কিনে বাসায় আসতে মন চায়। হাসপাতালে ছিলাম কয়েকদিন। ব্যাটারা স্যালাইন দিয়াই রিসিট একখান ধরাই দিল। আরে ব্যাটা স্যালাইন দিয়াই যদি দরকার তো সুই না ফুটায়া আমারে গলা দিয়া ঢালতি, কম খরচে কাজ মিটে যেত। আহারে আমার ঈদের শপিং! ইদানীং খরচ কমাইতে মানুষ আরও নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করছে যেমন সেদিন নববিবাহিত দুই বন্ধু গল্প করছিল।

১ম বন্ধু: দোস্ত, আমি কম করচে হানিমুন সারলাম। যে খরচ! ২য় বন্ধু:কেমনে? ১ম বন্ধু:হানিমুনে খালি আমার বউরে পাঠাইছিলাম, আমি বাড়িত ছিলাম। ২য় বন্ধুআরে ব্যাটা আি তো আমার বউরে আমার বন্ধুর সাথে পাঠাইছি। আমার পুরা খরচই বাইচা গেছে। যেই জামানা আসছে সবাইরে মনে হয় তাঈ করা লাগবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।