আমাদের কথা খুঁজে নিন

   

বাংলারপথে এবার যাবেন... বান্দরবান


সামুর বন্ধুরা কেমন অছেন? আজ ঘুরে এলাম বান্দরবানের গহীন থেকে। অনেক রাস্তা.. অনেক আদিবাসি পাড়া.. অনেক পাহাড়.. অনেক খাল.. অনেক ঝিরি.. অনেক ঝরনা.. অনেক জলপ্রপাত.. পাড়ি দিলাম.. সাথে ছিল আমার টিম। টিমে ছিলাম আমি.. টিংকু দ্যা ট্রাভেলার.. রাহাত দ্যা ক্যামেরাম্যান.. চন্দন দ্যা জিপিএস.. যূথী দ্যা ফটোগ্রাফার.. মুনা দ্যা ইঞ্জিনিয়ার.. সিবলী দ্যা ম্যানেজার। ঢাকা থেকে বান্দরবান.. বান্দরবান টু থানচী.. থানচি টু টিনডু.. টিনডু টু রেমাত্রি.. রেমাত্রি টু জিনাপাড়া.. জিনাপাড়া টু নাইক্ষ্যাং। এরপর তিনদিন ধরে ঢাকা ফেরা।

খাওয়ার মধ্যে উল্লেখযোগ্য ছিল... মশা.. জোক.. হাতিপোকার দারুন স্বাদের কামড় থেকেছি চলারপথের সাঙ্গু নদীর ধারে.. পাথরের খাজে টাবু টাঙ্গিয়ে.. বিভিন্ন পাড়ার হেডম্যান, কারবারীরর বাড়িতে.. খেয়েছি কখনও কখনও পাহাড়ীদের আতিথেয়তায়.. আবার কখনও নিজেরা রান্না করে.. দেখা হয়েছে মায়া হরিন, বান্দর, সবুজ সাপ, শত শত পাখি, হাজার হাজার প্রজাপতির সাথে। সবচে সুন্দর লেগেছে নাফাখুম ছাড়িয়ে এক ঘন্টা হেটে প্রি হিস্টোরিক পার্কের মত পাহাড়ের খাজ বেয়ে রেমাক্রি খালের পাড় ধরে রেইন ফরেষ্টের ভেতর দিয়ে হেটে যেতে.. আরো ভাল লেগেছে নাইক্ষ্যাং এর ব্লু লেগুন। জিনাপাড়ার হেডম্যান বললেন.. নাইক্ষ্যাঙের পথে পাহাড়ী ছাড়া এর আগে আর্মি-বিডিআররা অপারেশনে গিয়েছে। তার জানা মতে আমরাই প্রথম শহুরে বাবু যারা প্রথম ওখানে গেল। এমনকি আমরাই প্রথম শহুরে বাবু যারা তার জিনাপাড়াতে প্রথম এসেছি।

শেষ ৫দিন টানা ১০-১১ ঘন্টা পাহাড় বেয়ে শহরীরটা মড়মড় করছে.. তাই আজ আর গল্প বলার অবস্থা নাই.. কটা ছবি দেখুন... ...থানচিতে প্রথম ক্যাম্প ...যাত্রার প্রস্তুতী ...আরাম ...গোল পাথরের ঝিরি ...ফটোগ্রাফারস্ আর ক্রেজী ...টিনডু ঝিরি ... ইঞ্জিনিয়ার মুনা জাকুজি নিচ্ছেন ...বড় পাথর ...বড়পাথরে ক্যাম্প ...বার-বি-কউ ...রেমাক্রি ...রেমাক্রি ফলস ...হাটো বাংঙালী হাটো ...যেতেপথে এসব মামুরী হামজ্বর ...ক্যামেরাম্যানের শখ হাতিতে চড়বে ...মজার কষ্ট ...ট্যাভেলার পোজ ...আমাদের ছোট নদী ...কইছিলাম না.. ফটোগ্রাফারস্ আর ক্রেজী ...এটাকে সবাই বলে কিনা- বাংলার নাইগ্রা ...নাফাখুমে পোজ ...পাহাড় পাহাড় ডাকপাড়ি.. পাহাড়ে মোদের ঘরবাড়ি ...পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে ...কি পোলারে জোকে খাইলো ...ব্লু লেগুনে নাইমা ম্যানেজ্যার হাপাচ্ছে ....ওরে ...ওরে ওরে কি দৃশ্য ...টিংকু দ্যা ভূয়া শিকারী এই টাকে কি বলবেন.. নাফাখুম থেকে এইটা বড় মনে হয় না..? (ছবি গুলো আমার ক্যামেরায় চন্দন দ্যা জিপিএসের তোলা)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.