২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>
আমার কয়েকটা প্রশ্ন। নতুন ব্লগ এর লিস্ট টা কিসের ভিত্তিতে বানানো হয় ?? আমিতো গত ১৫-২০ দিন ধরেই কয়েকটা ব্লগ দেখছি নতুন ব্লগ এর লিস্ট এ আছে।
আর মডারেশন এর নিয়ম নিয়ে আগেই লিখেছি। যারা কোন কমেন্ট ই করতে পারেনা, তাদের মডারেটরর রা কিভাবে পর্যবক্ষণে রাখেন।
এমন কোন্ মানদন্ড আছে ???
মানদন্ড না থাকলে কিসের মাধ্যমে তা করা হয় ??? আর ৭ দিনের কথা উল্লেখ করে কেন ৩০-৪০-৫০ দিন বাইন্ধা রাখা হয় ??? আবার কতজনকে দেখলাম যে নতুন ব্লগ এর লিস্ট এ মাত্র ২-৩ দিনেই আইসা পড়ছে।
আমি আর কি বলব , মডারেটর প্যানেল তো আর ্ান্জা খাইয়া বসেন না। তাই তাদের আইন রিভিও এর আবদেন জানাই। আর না হলে নোটিশ বোর্ড এর মাধ্যমে এ ব্যাপারে তাদের মতামত টা দিলে ভাল হত। এই সাহসটা অন্তত তারা দেখাক।
অঃটঃ আমি শুধু নতুন ব্লগারদের যন্ত্রণা এর কথা ভেবেই এটা লিখেছি। আমি ও এই যন্ত্রণায় ছিলাম ৫৯ দিন.........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।