আমাদের কথা খুঁজে নিন

   

আমারবংগবন্ধুর হত্যায় কর্নেল তাহের কি একটা শোক বাক্য উচ্চারন করেছিল ?


আমি প্রচন্ডভাবে বিশ্বাশ করি কর্নেল তাহের বংগবন্ধুর হত্যার সাথে ওতোপ্রতো ভাবে জরিত ছিল । দেশ স্বাধীনের পরে সিরাজুল আলমের জাসদে জয়েন করে তাহের । দেশকে অস্থির করে তোলে জাসদ... ৭১ এর পরে জাসদ সারা দেশ জুরে যে সব অত্যাচার করে বেরাইছে তার সমস্ত দোষ পরছে বংগবন্ধুর ঘারে। মূলত এইসব ছিল গ্রাউন্ড সফটেনিংএর কাজ । নিরলশ ভাবে করে গিয়েছে তারা ।

কর্নেল তাহের ৩ রা নভেম্বরের ক্যু হবার সাথে সাথে ৭ই নভেম্বর কাউন্টার ক্যু করায় এবং জিয়াকে বের করে এনে পুনরায় সেনাপ্রধান করে । আর খালেদ মোশাররফ কে হত্যা এবং শাফায়াত জামিলকে গ্রেফতার করে । কিন্তু সিরির উপর ফাদারের লাশ ফেলে রেখে মুশতাক সায়েম জিয়ারা যখন ক্ষমতা দখল করল তখন কিন্তু তিনি টু শব্দ পর্যন্ত করেনাই । ব্যাপারটা কি ? বংগবন্ধুর হত্যার পরে তাহেরের প্রতিক্রিয়া কি ছিল ......... আর কি প্রতিক্রিয়া তার দেখানো উচিত ছিল , যদি সে একজন মহাবীর আর দেশপ্রেমিক হয়ে থাকে । রাজনৈতিক মতাদর্শ কোন ব্যাপার না ।

দেশ জুরে কিলার বাহিনী গড়ে তোলা , পিপলস আর্মির নামে জনসাধারনের হাতে বিচার তুলে দেবার ব্যাবস্থা এই সব কেচ্ছা কাহিনি তো এরাই করছে আর দোষ চাপাইছে বংগবন্ধুর ঘারে । বংগবন্ধুকে খুন করে সামলানোর জন্যেই এইসব এরা ডেসপারেটলী করে বেরাইছে । আমার বংগবন্ধুর হত্যায় সে কি একটা শোক প্রতিক্রিয়া জানাইছে ??- এ থেকে তাহেরের কি মনোভাব প্রকাশ পায় ??
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।