আমাদের কথা খুঁজে নিন

   

রিতুদের ফ্রিজের গল্পটা লিখবো ভাবছি........

চারপাশে আত্মমুগ্ধ আদিমতাবোধ, আর গ্রন্থিবদ্ধ চিন্তা; সেখান থেকে মুক্তির পথ খুঁজি...

ঘরর-র, ঘরর-র.... বিশ্রী একটা শব্দ হচ্ছে। আমি রিতুকে বললাম, 'কিসের শব্দ?' ফ্রিজের। ফ্রিজের? হু। কই? চলতো দেখি। পাশের ঘরে গিয়ে আমার চক্ষু চড়কগাছ।

সে কি? ওটা জানালার রেলিঙের সাথে বেধেঁ রাখা। 'ফ্রিজটা দড়ি দিয়ে বাঁধা কেন?' 'হি হি হি' রিতু হাসে। 'কারণ ফ্রিজটা এ ঘর থেকে ওই ঘরে চলে যায়। ' রিতু ইতিহাসটা জানায়। 'অনেক পুরোনো ফ্রিজ।

ভাইয়া কতবার মিস্ত্রি এনে দেখালো; কিন্তু কেউ এটা ঠিক করতে পারে নি। তবে এমনি কোন সমস্যা নেই। ' তোরা ঘুমাতে পারিস? 'আমাদের? নো-প্রবলেম। প্রথমে সমস্যা হতো কিন্তু এখন শব্দটার কথা মনেই থাকে না। ' আমি থ।

এর পর থেকে রিতুদের বাসায় গেলে অবাক হয়ে ওদের ফ্রিজটা দেখি। ভাবছি ওদের ফ্রিজটা নিয়ে যে গল্পটা রয়েছে তা ব্লগারদের জন্য মজাদার হতে পারে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।