কম্পিউটারে গেমস খেলে বা ইন্টারনেটে নানা ওয়েবসাইটে ঘোরাঘুরি করেই সময় কেটে যাচ্ছে শিশুটির। সে যদি ইন্টারনেটেই সহজে নিজের পড়াশোনাটা ঝালিয়ে নেওয়ার সুযোগ পায়, তবে তো ভালোই হয়। সম্প্রতি বাংলাদেশেই চালু হয়েছে এ রকম একটি ওয়েবসাইট চ্যাম্পস টোয়েন্টি ওয়ান (www.champs21.com )।
প্রযুক্তি ও শিক্ষার মেলবন্ধন ঘটানোর উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে এই ওয়েবসাইটটি। এতে ইংরেজি মাধ্যমের তৃতীয় থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা নানা পরীক্ষার মাধ্যমে নিজেদের যাচাই করতে পারবে।
ভবিষ্যতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের জন্যও নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হবে এ সাইটে। স্কুলের পাঠ্যক্রম অনুযায়ী অভিজ্ঞ শিক্ষকদের সহায়তায় তৈরি করা হয়েছে এসব পরীক্ষার প্রশ্নপত্র। অধ্যায়ভিত্তিক প্রশ্ন আছে, ফলে মূল পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীর বেশ কাজে আসবে এই সাইটটি।
ওয়েবসাইটি তৈরি করেছে টিম ক্রিয়েটিভ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রাসেল টি আহমেদ বলেন, ‘স্কুলের পাঠ্যক্রম থেকেই প্রশ্ন করা হয়েছে।
তাই এসব পরীক্ষায় অংশ নিয়ে মূল পরীক্ষার জন্য আরও ভালোভাবে তৈরি হওয়া সম্ভব। ’
অভিভাবকদের জন্যও বেশ কাজের এই ওয়েবসাইট। এই সাইটে নিবন্ধন করলে সন্তানের নমুনা পরীক্ষার ফল তাঁদের পাঠিয়ে দেওয়া হবে ই-মেইলে। ফলে তাঁরা নজর রাখতে পারবেন সন্তানের প্রস্তুতি কেমন হচ্ছে সেদিকে। রাসেল জানান, প্রতিটি পরীক্ষায় অংশ নেওয়ার পর সন্তান ভালো করল নাকি খারাপ করল, কিংবা কোন দিকটি ভালো, কোন দিকটি দুর্বল—এসব বিষয় অভিভাবকদের ই-মেইলে জানিয়ে দেওয়া হবে।
অভিভাবক চাইলে পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীর পরিসংখ্যানও দেখতে পারবেন। এতে সন্তানের সামগ্রিক অবস্থান সম্পর্কে ধারণা করা যাবে। পরে যদি পুরো প্রশ্নগুলোর উত্তর এবং ব্যাখ্যা জানতে চান, তাও জানা যাবে। যেসব প্রশ্ন প্রতিযোগিতায় দেওয়া হয়, সেগুলোর উত্তর এবং ব্যাখ্যাও দেওয়া আছে এ সাইটে।
এখানে পরীক্ষায় অংশ নেয় ষষ্ঠ শ্রেণীর সানজান মাহমুদ।
তার মা শাহনাজ বেগম জানান, ছেলের পরীক্ষার ফলাফলে তিনি বেশ সন্তুষ্ট। আর সানজানের কথায়, ‘আগে ওয়েবসাইটে গেমস খেলতাম। এখন নিজের বইয়ের বিভিন্ন অধ্যায়ের প্রশ্নগুলোর সমাধান করতেও ভালো লাগছে। ’
এই ওয়েবসাইটে পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করতে হবে। নিবন্ধন নম্বরটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে কিনে নিতে হয়।
পাওয়া যাবে ঢাকার নিউমার্কেট, ধানমন্ডি, বনানী, গুলশানের নানা বইয়ের দোকানে। বই বিচিত্রার সব শাখাতেই পাওয়া যাবে। এ ছাড়া চট্টগ্রাম এবং সিলেটেও এটি পাওয়া যাবে। ফোন: ০১৭৪০২১২১২১।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।