আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামিণ ফোন ও ইষ্ট ইন্ডিয়া কোম্পানী



আমরা ইষ্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ও শোষন দেখেনি কিন্তু তার দোসর গ্রামিণ ফোনের এর শাসন ও শোষন দেখার সৌভাগ্য হয়েছে বলে নিজেকে ভাগ্যবান মনে করি ।দেশে আরো মোবাইল ফোন কোম্পানী আছে তাদের সাথে তুলনা করলে গ্রামীন ফোন কোম্পানীকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর দোসর বা প্রেতাত্বা ছাড়া আর কিছুই মনে হয়না । কারণ তাদের অপারেটরের বাইরে কল করলে গলা কাঁটা বিল হয় যা কোন ভাবেই যৌক্তিক নয় । আবার এফ এন এফ সেটআপ সেট করতে গেলে ২.৫০ টাকা বিল হয় যা মরার উপর খারার গা । মোবাইল কোম্পানীর খরচ হল বাতাস বিক্রির মত । আমরা যারা আগে গ্রামীনের সিম নিয়েছি তাদের অবস্হা হল শাঁকের করাতের মত না পারি সিম ছাড়তে না পারি বিল গুনতে কারণ এই নম্বর অনেকের কাছে দেযা আছে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।