এতকিছু ... ওই সিনেমার জন্যই...
এ্যানথ্রাক্স আতঙ্কে পুরো দেশ কাঁপছিল। এইতো মাসখানেক আগে। হালিম খাবেন? ওহ... গরুর মাংসের হালিম। না না। থাক।
হোটেলে ভাত খাবেন? না না মামা গরুর মাংস ছাড়া আর কী আছে? কাবাব তো আগেই বন্ধ। যদিও অনেকে বলছিলেন, একটি নির্দিস্ট তাপমাত্রায় বার্ন হলে আর এ্যানথ্রাক্স এর জীবানু থাকেনা।
এক বড় ভাই বলছিলেন, তার বাসার ডিপফ্রিজে অনেক গরুর মাংস আছে। কিন্ত ভয়ে কেউ খাচ্ছে না।
ঊললাম, তো ফেলে দিলেই পারে..
তিনি বললেন, না না এ্যানথ্রাক্স চলে গেলে খাওয়া হবে।
কিন্ত কথা হলো সেসব জীবানু কোথায় গেল এত তাড়াতাড়ি? কতৃপক্ষ কী কোরবানীর কথা ভেবে এ্যানথ্যাক্স আতঙ্ক থেকে চোখ সরিয়ে নিলেন? এ্যানথ্রাক্স কী অ্যানথ্রাক্স দ্বারা হয়ে জনঅরন্য থেকে গায়েব হয়ে গেলো ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।